বাতিল হয়ে যাবে এই ব্যক্তিদের রেশন কার্ড! আপনার নাম নেই তো?

এদেশে এমন বহু মানুষ আছেন যাঁদের রেশন সামগ্রী (Ration) দিয়ে সংসার চলে। রেশন সামগ্রী না পেলে অসুবিধায় পড়ে যান অনেকে। পাশাপাশি এমনও অনেক মানুষ আছেন যারা রেশন পাওয়ার ‘যোগ্য’ না হওয়া সত্ত্বেও রেশন কার্ড (Ration Card) দিয়ে বিনামূল্যে কিংবা কম দামে রেশন সামগ্রী সংগ্রহ করে যাচ্ছেন। এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার!

সরকারের (Government) তরফ থেকে ‘অযোগ্য’ রেশন গ্রাহকদের কার্ড জমা দেওয়ার (Ration Card Surrender) নির্দেশ দেওয়া হয়েছিল। .৩১-১২-২০২৩ অবধি সময়সীমাও বেঁধে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও বহু ‘অযোগ্য’ গ্রাহক নিজের রেশন কার্ড জমা দেননি। তাই এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে খবর। শোনা যাচ্ছে, আইনি পদক্ষেপ নেওয়া হবে এমন গ্রাহকদের বিরুদ্ধে।

রেশন দোকান : People Gather infront of Fare Price Shop to get Ration

রেশন কার্ড বাতিল করবে সরকার!

আর্থিকভাবে প্রতিষ্ঠিত, সচ্ছল এবং দরিদ্র সীমার ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের রেশন ধাপে ধাপে বাতিল করা হবে বলে খবর। এমন বহু মানুষ আছেন যারা নিজেদের আর্থিকভাবে দুর্বল বললেও গাড়ি করে এসে রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে যান। অনেকে আবার রেশন সামগ্রী সংগ্রহ করে তা বাজারে বেশি দামে বিক্রি করেন। আর্থিকভাবে সচ্ছল অনেক মানুষের BPL কার্ড রয়েছে। যা একেবারেই ঠিক নয়। এবার তাঁদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ বাড়ি বসেই হাতে আসবে ডিজিটাল রেশন কার্ড! কীভাবে? দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি

কাদের রেশন কার্ড বাতিল করা হবে?

কোন ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করা হতে পারে তা চলুন দেখে নেওয়া যাক।

  1. ব্যক্তিগত গাড়ি বা ট্র্যাক্টর থাকলে, বাড়িতে এসি বসানো থাকলে রেশন কার্ড দেখিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করা যাবে না।
  2. ১০০ স্কোয়্যার মিটারের বড় বাড়ি বা ফ্ল্যাট কিংবা ৫ একরের বেশি কৃষি জমি থাকলে তিনি রেশন সামগ্রী পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে না।
  3. আয়কর যোগ্য আয় করে থাকলে বিনামূল্যে রেশন পাওয়া যাবে না।
  4. গ্রামাঞ্চল নিবাসী কোনও ব্যক্তির বার্ষিক আয় ২ লাখ টাকা এবং শহরাঞ্চল নিবাসী কোন ব্যক্তির বার্ষিক আয় ৩ লাখ টাকার বেশি হলে তিনি ফ্রি-তে রেশন পাবেন না।
  5. পরিবারের কেউ সরকার কর্মচারী হলে সেই পরিবার বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না।

কারা ফ্রি-তে রেশন পাবেন?

জানা যাচ্ছে, দরিদ্র সীমার বসবাসকারী নাগরিকরা ফ্রি রেশন পাবেন। এছাড়া আপনার বাড়ি কিংবা ফ্ল্যাট ১০০ স্কোয়্যার মিটারের কম, বার্ষিক আয় ২ লাখ টাকার কম এবং কৃষি জমির পরিমাণ ৫ একরের কম হলে ফ্রি-তে রেশন পাওয়া যাবে।

আরও পড়ুনঃ আরও বাড়ছে রান্নার গ্যাসের ভর্তুকি! কত টাকায় পাবেন সিলিন্ডার? জানলে মন খুশি হয়ে যাবে

৩১ ডিসেম্বরের মধ্যে যারা কার্ড জমা দেননি তাঁদের কী হবে?

সরকার নির্ধারিত কার্ড জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও যারা রেশন কার্ড জমা দেননি, বরং এখনও বিনামূল্যে রেশন সামগ্রী নিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment