১লা তারিখ থেকেই বন্ধ রেশন! নববর্ষের আগে চিন্তার ভাঁজ কোটি কোটি মানুষের কপালে

নতুন বছর শুরুর আগেই মাথায় হাত কোটি কোটি দেশবাসীর! জানুয়ারি মাসের শুরু থেকে সারা ভার‍ত জুড়ে রেশন ধর্মঘটের (Ration Strike) ডাক দিয়েছেন রেশন ডিলাররা (Ration Dealer)। জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য চলবে এই ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ওনারস ফেডারেশনের ডাকা এই ধর্মঘটের কারণে চিন্তায় পড়েছেন অগুনতি দেশবাসী।

রেশন ডিলারদের ডাকা এই ধর্মঘটের কারণে সারা দেশ জুড়ে ৫ লাখ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যজুড়ে প্রায় ২০ হাজার ২৭১টি দোকানও এই ধর্মঘটের জেরে বন্ধ থাকবে। নতুন বছরেরই নাকি ধর্মঘট শুরু হবে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমত চিন্তায় পড়ে গিয়েছেন জনগণ।

রেশন দোকান : People Gather infront of Fare Price Shop to get Ration

বন্ধ রেশন দেওয়া ধর্মঘটের ডাক রেশন ডিলারদের (Ration Dealer Strike)

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ধর্মঘট। যার জেরে সারা ভারতের প্রায় ৮১ কোটি মানুষ সমস্যার সম্মুখীন হবেন। নিম্নবিত্ত শ্রেণির মানুষদের অন্যতম ভরসা হল এই রেশন। সম্পূর্ণ ফ্রি-তে চাল আরও বেশ কিছু জিনিস পেয়ে থাকেন তাঁরা। এবার অনির্দিষ্টকালের জন্য রেশন ডিলাররা ধর্মঘট ঘোষণা করায় বেজায় সমস্যায় পড়েছেন সারা দেশের কোটি কোটি উপভোক্তারা।

আরও পড়ুনঃ আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার দিন শেষ! বিপদে পড়ার আগে জেনে নিন নতুন নিয়ম

বহুবার অনেক রেশন ডিলারের বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। অনেকসময়ই শোনা যায়, বরাদ্দ অনুযায়ী উপভোক্তারা রেশন পাচ্ছেন না। সেই সকল অভিযোগ দূর করার জন্য আইরিশ স্ক্যানারে গ্রাহকের পরিচয় যাচাই করা শুরু হয় রেশন দোকানগুলিতে।

সাপ্তাহিক রেশন সংগ্রহ করার নতুন নিয়ম : (New Ration Rule)

এখন রেশন তুলতে গেলে আঙুলের ছাপ মেলাতে হয়। বহুদিন আগেই এই কাজ শুরু করে দিয়েছিল খাদ্যদপ্তর। কিন্তু তাতেও মুশকিল আসান হয়নি। কারণ বহু গ্রাহকের আঙুলের ছাপ না মেলায় রেশন পেতে সমস্যা হচ্ছিল।

আরও পড়ুনঃ মাত্র ৪৫০ টাকায় রান্নার গ্যাস! রাজ্য সরকারের ঘোষণায় মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

রেশন ডিলাররা দাবি করছেন, এফসিআই থেকে চটের বস্তা করে খাদ্যশস্য দিতে হবে। এটা করলে খাদ্যশস্য নষ্ট হওয়ার পরিমাণ অনেকটাই কমে যায়। শুধু তাই নয়, দার্জিলিং জেলায় যেমন বর্ধিত কমিশন দেওয়া হয়, তেমনটা রাজ্য জুড়ে শুরু করতে হবে। পাশাপাশি এনএফএসএন-এর নিয়মানুযায়ী, অগ্রিম কমিশন শুরুর দাবিও জানানো হয়েছে। যতদিন অবধি এই দাবিগুলি মানা হচ্ছে না, ততদিন পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন রেশন ডিলাররা।

1 thought on “১লা তারিখ থেকেই বন্ধ রেশন! নববর্ষের আগে চিন্তার ভাঁজ কোটি কোটি মানুষের কপালে”

Leave a Comment