আর হবে না চুরি! শুধুমাত্র যোগ্যরাই পাবে, রেশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা সরকারের

ভারতবর্ষে এমন অনেক পরিবার আছে যারা রেশন ব্যবস্থার (Ration System) ওপর ভীষণভাবে নির্ভরশীল। তাঁদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দেওয়ার অন্যতম মাধ্যম হল রেশন। এদেশে রেশন কার্ডের (Ration Card) নানান ক্যাটাগরি রয়েছে। এই ভাগ অনুযায়ী দেশবাসী সরকারের থেকে বিনামূল্যে কিংবা স্বল্প দামে প্রত্যেক মাসে খাদ্যসামগ্রী পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের তরফ থেকে জনসাধারণের জন্য এই রেশন কার্ডগুলি ইস্যু করে দেওয়া হয়।

রেশন দোকানে গিয়ে এই রেশন কার্ড দেখিয়ে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন গ্রাহকরা। বর্তমানে রাজ্য সরকার যোগ্য পরিবারগুলিকে TPDS তথা টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে রেশন সামগ্রী দিয়ে থাকে। তবে এবার শোনা যাচ্ছে, এই রেশন কার্ডের সিস্টেমে বড় পরিবর্তন আসতে চলেছে।

Update On Ration Subsidy
রেশন দোকান

রেশন ব্যবস্থায় বড় বদল! (Big Change in Indian Ration System)

অনেকদিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছে, যোগ্যতা থাকলে বহু পরিবার রেশন কার্ড পাচ্ছে না। অন্ত্যোদয় রেশন কার্ডের (Ration Card) কোটা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে। যে কারণে আর এই কার্ড প্রদান করা যাচ্ছে না। এদিকে কার্ড পাওয়ার যোগ্য হলেও প্রায় ১৮,০০০ পরিবার বঞ্চিত থেকে যাচ্ছে। সেই কারণে কেন্দ্রের (Central Government) সরবরাহ বিভাগের তরফ থেকে ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুনঃ আবারও কমল গ্যাসের দাম! কবে থেকে পাবেন সস্তায়? গ্যাস বুক করার আগে জেনে নিন

বর্তমানে গরিব কল্যাণ অন্ন যোজনার (PM Garib Kalyan Anna Yojana) অধীন প্রায় ৫ লাখ ৪০ হাজার পরিবার রয়েছে। অপরদিকে অন্ত্যোদয় রেশন কার্ড (Antyodaya Ration Card) আছে প্রায় ৬৫,০০০ পরিবারের। কিন্তু অভিযোগ উঠেছে, এর মধ্যে এক লাখের অধিক পরিবার এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। কারণ সেই পরিবারগুলির কাছে বাড়ি-গাড়ি সহ অন্যান্য নানান সম্পত্তি আছে।

বিরাট সিদ্ধান্ত নিল সরকার!

জানা যাচ্ছে, কেন্দ্রের সরবরাহ বিভাগের তরফ থেকে এই ধরণের ‘অযোগ্য’ পরিবারগুলিকে চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাঁদের জন্য প্রায় ১৮,০০০ যোগ্য পরিবার রেশনের সুবিধা পাচ্ছে না। এদিকে অন্ত্যোদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার দরুন আবেদনপত্র জমা নেওয়া হলেও আবেদনকারীরা রেশনের সুবিধা পাচ্ছেন না।

আরও পড়ুনঃ লোন শোধ করতে না পারলেও চিন্তা নেই! গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI

যোগ্য পরিবারগুলি যাতে রেশন পায় সেই জন্য ইতিমধ্যেই সরকারের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরবরাহ বিভাগের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে রেশনের সুবিধা পাওয়া প্রত্যেকটি পরিবারের সকল সদস্যের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হবে বলে খবর মিলেছে। এই নিয়মানুসারে, প্রথম মাসে বাড়ির একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করলে, দ্বিতীয় মাসে অন্য সদস্যকে ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশনের এই পদ্ধতি যাতে আরও দ্রুত সম্পন্ন হয় সেই জন্য ই-লুপ মেশিনকেও আরও উন্নত করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment