OTP দিয়ে হবে না ব্যাঙ্কের লেনদেন! বদলে যাচ্ছে অনলাইন লেনদেনের নিয়ম? কড়া নির্দেশ দিল RBI

অনলাইন পেমেন্ট (Online Payment) যাতে আরও বেশি সুরক্ষিত হয় সেই জন্য ওটিপির ব্যবহার শুরু করা হয়েছিল। লেনদেনের সময় পাসওয়ার্ড দেওয়ার পরেও SMS দ্বারা মোবাইলে ওটিপি (OTP) পাঠানো হয়। তবে গত কয়েক বছরে দেখা গিয়েছে, এই ওটিপি জেনে বহু মানুষের সর্বস্ব হাতিয়ে নিয়েছে কিছু অসাধু ব্যক্তি। তাই এবার অনলাইন লেনদেন সিস্টেমকে আরও বেশি নিরাপদ করার জন্য SMS-র দ্বারা ওটিপি পাঠানোর ব্যবস্থা বদল করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে এই নির্দেশ পাঠিয়ে দিয়েছে আরবিআই (RBI)।

অনলাইন লেনদেনের ক্ষেত্রে ওটিপির (OTP) ব্যবহার থাকলেও তা অনেক সময় কাজে আসে না। অনলাইন লেনদেনের বিষয়ে খুব একটা অবগত নন অথবা বৃদ্ধ মানুষদের বোকা বানিয়ে ওটিপি হাতিয়ে নেন সাইবার অপরাধীরা। এরপর তাঁদের অ্যাকাউন্ট (Account) কার্যত ফাঁকা করে দেন। এদিকে টাকা খুইয়ে মাথায় হাত পড়ে যায় সেই ব্যক্তিদের। এই পরিস্থিতিতে অনেক সময় দেখা যায়, ব্যাঙ্ক এবং পুলিশও কিছু করতে পারছে না। ফলত হারানো টাকা আর ফেরত আসে না।

Bank OTP process will change

অনলাইন লেনদেন ব্যবস্থায় বদল! (OTP authentication process will change)

এই পরিস্থিতিতে এসএমএসের (SMS) মাধ্যমে ওটিপি (OTP) পাঠানোর বিকল্প ব্যবস্থা আনার কথা সামনে এসেছে। এখন প্রশ্ন হল, কীভাবে তা করা হবে? অনুমান করা হছে, এই বিকল্প পথে ওটিপি পাওয়ার জন্য গ্রাহকদের একটি অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করতে হতে পারে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে মোবাইল অ্যাপের দ্বারা টোকেন বানিয়েও অনলাইন ট্রানজাংশনকে (Online Payment) নিরাপদ রাখার একটি উপায় বের করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রতি সপ্তাহে কিস্তির চাপ শেষ! বন্ধন ব্যাঙ্কের লোন গ্রাহক হলে আপনার জন্য রইল সুখবর

এসএমএসের মাধ্যমে ওটিপি পাঠানোর বিকল্প রাস্তা খোঁজা হলেও, এটুকু পরিষ্কার, এই বিকল্প পথের জন্যেও মোবাইল ফোনের দরকার হবে। রিপোর্ট অনুসারে, রুট মোবাইল নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থার হয়ে এদেশে প্রত্যেক মাসে প্রায় ৪০০ কোটি ওটিপি পাঠায়। এদিকে ডিজিটাল লেনদেনের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে  সাইবার জালিয়াতির সংখ্যা। রুট মোবাইল সংস্থার সিইও তথা এমডি নিজে এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

অনলাইন লেনদেনে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি?

অনলাইন জালিয়াতি রুখতে রুট মোবাইল সংস্থা ‘ট্রু-সেন্স’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে। এর দ্বারা ওটিপি ছাড়াই যাচাইকরণ করা যায়। এখন প্রশ্ন, কীভাবে তা করা হয়? জানা গিয়েছে, একজন গ্রাহকের মোবাইল ডিভাইসের সঙ্গে সার্ভিস প্রোভাইডারের সরাসরি ডেটা কানেকশন থাকে। এর দ্বারা সংস্লিষ্ট গ্রাহকের মোবাইল ফোন নম্বর যাচাই করা যাবে। পাশাপাশি ওটিপি না পাঠিয়েই জানা যাছে যে ব্যক্তি লেনদেন করছেন তিনি সঠিকজন কিনা।

আরও পড়ুনঃ নামমাত্র বিনিয়োগে পান ২৫ লাখ রিটার্ন! দেশবাসীর জন্য মালামাল স্কিম নিয়ে এল LIC

এই সংস্থার ডিজিটাল আইডেন্টিটি ডিপার্টমেন্টে উচ্চপদে কর্মরত কর্তা ডেভিড ভিগার জানান, বর্তমান সময় AI-র দৌলতে ডিপফেক এসে যাওয়ার দরুন যাচাইকরণের জন্য বায়োমেট্রিক আর খুব বেশি নিরাপদ নয়। আর এদেশে যাচাইকরণের জন্য সবচেয়ে ভালো উপায় হল মোবাইল। কারণ ইমেল তো ছাড়া কেওয়াইসি খোলা যায়। যে কারণে নিরাপত্তার বিষয়টি আরও বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে।

Leave a Comment