চাইলেও বিয়ে করা যাবে না! নতুন বছরে নির্দেশিকা জারি হতেই মাথায় হাত পাত্র-পাত্রীদের

শীত পড়তে না পড়তেই বাংলায় বিয়ের ((Marrige) হিড়িক পড়েছে! অগ্রহায়ন মাসে সাত পাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার একাধিক সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে এখন পৌষ মাস চলছে। হিন্দু শাস্ত্র মতে, এই মাসে সামাজিক বিয়ে হয় না। তবে এই সময় রেজিস্ট্রি বিয়ে করাই যায়। অনেকেই ধর্মীয় নিয়মবিধি না মেনে পৌষ মাসে রেজিস্ট্রি বিয়ে (Registry Marriage) করে থাকেন। কিন্তু এবার ইচ্ছা কিংবা পরিকল্পনা থাকলেও তা করা যাবে না।

ডিসেম্বরে বিয়ের লগ্ন শেষ হওয়ার পর নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই অনেকে রেজিস্ট্রি বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দিল রাজ্য সরকার। বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি হল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? চলুন জেনে নেওয়া যাক কারণ।

Marriage Registry halted by West Bengal Government

বিয়ে করার ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার (State Govt. Stopes Marriages)

ভাবছেন এও আবার সম্ভব নাকি? আসলে ব্যাপারটা যেমনটা ভাবছেন তেমনটা নয়। আগামী ২ জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত আইনি বিয়ে করা যাবে না। অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ পৌষ থেকে ১৯ পৌষ পর্যন্ত বিয়ের রেজিস্ট্রেশন পক্রিয়া বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ ৫০ হলেই পাওয়া যাবে পেনশন! নতুন বছরে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এমন অনেকে আছেন যারা মাঘ অথবা ফাল্গুন মাসে বিয়ে করছেন। সামাজিক বিয়ের দিনই অনেকে রেজিস্ট্রি করার পরিকল্পনা করেছেন। কিন্তু তাঁরাও এই চার দিন রেজিস্ট্রি ম্যারেজের জন্য নোটিশ জমা দিতে পারবেন না। শুক্রবার বর্ধমানের জেনারেল অফ ম্যারেজ (Registrar General of Marriage) অফিস থেকে রেজিস্ট্রারদের একটি ইমেল করা হয়েছে। তাতেই জানানো হয়েছে আচমকা বিয়ের সিজেনের মাঝে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ।

কেন বন্ধ থাকবে বিয়ের রেজিস্ট্রেশন? (Reason for Marriage Registration Halts)

যেমনটা জানা যাচ্ছে, প্রশাসনিক কাজ এবং রক্ষণাবেক্ষণ করার জন্য জানুয়ারি মাসের এই ৪টে দিন ম্যারেজ পোর্টাল বন্ধ থাকবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পোর্টালের সার্ভারের সমস্যা দরুন রেজিস্ট্রারদের বেশ নাজেহাল হতে হচ্ছে। শুধু তাই নয় আঙুলের ছাপ নিয়ে তৈরি হয়েছে সমস্যা। বিয়ের রেজিস্ট্রির জন্য দু’বার আঙুলের ছাপ দিতে হয়। তবে অনেকসময় দেখা যাচ্ছে, প্রথমবার আঙুলের ছাপ দেওয়ার পর ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার সময় অনেকের আঙুলের ছাপ ম্যাচ করছে না।

আরও পড়ুনঃ নতুন বছর থেকে বাড়বে রেশন! কোন কার্ডে কত রেশন দেওয়া হবে? দেখে নিন তালিকা

এই সমস্ত সমস্যার কারণে বিয়ের প্রমাণ দিতে অনেককে কলকাতায় যেতে হচ্ছে। এই সকল সমস্যাগুলি সমাধান করার জন্য ৪ দিন পোর্টাল বন্ধ রেখে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ম্যারেজ রেজিস্ট্রার অসীম পণ্ডিত জানান, ‘রেজিস্ট্রি করার জন্য সম্প্রতি বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। তবে পোর্টাল ঠিকভাবে কাজ না করায় পাত্রপাত্রী থেকে শুরু করে রেজিস্ট্রার সকলকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আশা করি, এবার সেই সমস্যা মিটবে’।

Leave a Comment