লোন শোধ করতে না পারলেও চিন্তা নেই! গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI

ভারতের সমগ্র ব্যাঙ্কিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। আর্থিক দিক থেকে দেশবাসীকে সুরক্ষা প্রদানের জন্য আরবিআইয়ের (RBI) তরফ থেকে মাঝেমধ্যেই নানান পদক্ষেপ গ্রহণ করা হয়। এবার যেমন ব্যাঙ্ক লোন (Bank Loan) পরিশোধের বিষয়ে একটি নয়া পদক্ষেপ গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক নিয়ামক সংস্থা। যার ফলে উপকৃত হবে অগুনতি মানুষ। কী সেই পদক্ষেপ? বিশদে তুলে ধরা হল এই প্রতিবেদনে।

New Bank Loan Payment Rules 

আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে বহু মানুষ ব্যাঙ্কের থেকে ঋণ (Bank Loan) নেন। তবে অর্থনৈতিক সমস্যার কারণে সময় মতো টাকা পরিশোধ করতে পারেন না অনেকে। এদিকে নির্ধারিত সময় মতো ঋণ না শোধ করলে লোন ডিফল্ট (Loan Default) হয়ে যায়। যে কারণে কমতে থাকে সংশ্লিষ্ট ব্যক্তির ক্রেডিট স্কোর। ফলে পরবর্তীকালে লোন নেওয়ার সময় সমস্যা হয় সংশ্লিষ্ট ব্যক্তির। তাই এবার দেশবাসীর সুবিধার্থে লোন পরিশোধ নিয়ে নয়া সিদ্ধান্ত নিল আরবিআই (RBI)।

Bank Loan Repayment

লোন পরিশোধ নিয়ে আরবিআইয়ের নতুন নিয়ম! (New RBI Guidelines of Loan Repayment)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) নতুন নিয়মে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি সময় মতো লোন পরিশোধ করতে না পারেন, তাহলে তিনি ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে নিজের লোন রিস্ট্রাকচার (Loan Restructure) করতে পারেন। এর মাধ্যমে লোন পরিশোধ করার মেয়াদ বৃদ্ধি করা হবে এবং সেই সঙ্গেই কমানো হবে ইএমআইয়ের (EMI) পরিমাণ।

আরও পড়ুনঃ একজন ভিখারীও থাকবে না! দেশের ভিক্ষুকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

ধরা যাক, কোনও ব্যক্তি ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকার ঋণ নিয়েছেন। তবে আর্থিক সমস্যার কারণে সময় মতো লোন শোধ করতে পারেননি। এক্ষেত্রে তাঁকে প্রথমেই যে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন সেখানে যেতে হবে। এরপর লোন রিস্ট্রাকচারের জন্য অ্যাপ্লাই করতে হবে। আবেদন গৃহীত হলে সংশ্লিষ্ট ব্যক্তির লোন পরিশোধ করার মেয়াদ বৃদ্ধির পাশাপাশি ইএমআইয়ের পরিমাণ হ্রাস করা হবে।

নয়া নিয়মের সুবিধা (Loan Restructure Benefits)

লোন পরিশোধের ক্ষেত্রে রিস্ট্রাকচার সংক্রান্ত আরবিআই যে নতুন নিয়ম চালু করেছে এর একাধিক সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম হল এর ফলে ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর কমবে না। ফলে লোন শোধ করার পর দরকার হলে তিনি পুনরায় নতুন লোনের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ মাসে ৩০০০ টাকা দেবে মোদী সরকার! এই কার্ড না থাকলে এখুনি করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Loan Restructure Application)

লোক রিস্ট্রাকচারের জন্য আবেদন করতে হলে বেশ কিছু নথিপত্র লাগবে তা নিম্নে তুলেদ হরা হল।

  1. লোন এগ্রিমেন্টের কপি।
  2. লোন অ্যাপ্লাই কপি।
  3. আবেদনকারীর পরিচয়পত্রের কপি।
  4. আবেদনকারী ব্যক্তির আর্থিক অবস্থান প্রমাণপত্র।

আবেদনপত্র এবং উপরিউক্ত নথি সহযোগে ঋণগ্রহীতা ব্যাঙ্কের কাছে লোন রিস্ট্রাকচারের জন্য আবেদন করতে পারেন। যদি তাঁর আবেদন গৃহীত হয়ে যায় তাহলে তাঁর লোন পরিশোধের মেয়াদ বৃদ্ধি করা হবে এবং ইএমআইয়ের পরিমাণ কমিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও বিশদে জানতে ঋণগ্রহীতা যে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন সেখানে গিয়ে কথা বলতে পারেন।

Leave a Comment