Paytm-র পর আরও ৪ ব্যাঙ্ককে শাস্তি দিল RBI, বন্ধ হয়ে যাবে লেনদেন! বিপদে পড়ার আগে জেনে নিন

পেটিএমের (Paytm) পর ফের চারটি ব্যাঙ্কের ওপর কোপ পড়লো দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India)। নিয়ম অমান্য করার জেরে কঠোর শাস্তি দিল আরবিআই। যে কারণে গ্রাহকদে মধ্যেও বেশ শোরগোল পড়ে গিয়েছে। কোন কোন ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আরবিআই (RBI)? চলুন দেখে নেওয়া যাক।

গত সপ্তাহেই একাধিক অনিয়মের জেরে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) কার্যকলাপ বন্ধ করার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানিয়ে দেওয়া হয়, আগামী ২৯ ফেব্রুয়ারি অবধি তারা কাজ করতে পারবে। যে কারণে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অগুনতি গ্রাহক বেশ চিন্তায় পড়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরবিআইয়ের কোপের মুখে পড়লো আরও চারটি ব্যাঙ্ক (Bank)।

Paytm-র পর RBI-র নিশানায় আরও চার ব্যাঙ্ক! 

ব্যাঙ্কিং নিয়ম অমান্য করায় দরুন এবা শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক, নাগরিক সহকারী ব্যাঙ্ক, জনতা সহকারী ব্যাঙ্ক এবং নাসিক ডিস্ট্রিক্ট সরকার ও কাউন্সিল এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। নাম দেখেই বোঝা যাচ্ছে এগুলি সহকারী ব্যাঙ্ক। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই এই চার ব্যাঙ্কের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরও পড়ুনঃ বাড়ছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের

এটাই অবশ্য প্রথম নয়, গত দু’বছরে বেআইনিভাবে ঋণ প্রদান, অনিয়ম, গ্রাহকদের টাকা নয়ছয়ের জেরে বেশ কিছু সময়বায় ব্যাঙ্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক নিয়ামক সংস্থা। গ্রাহকদের তহবিল নয়ছয় এবং দুর্বল আর্থিক স্বাস্থ্যের কারণে ১২ জানুয়ারি হিরিউর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স যেমন বাতিল করে দেওয়া হয়েছে।

কী শাস্তি দিল RBI?

এবার সরাসরি লাইসেন্স বাতিল না করলেও, মোটা টাকার জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এক্সপোজার সম্বন্ধিত নিয়ম অমান্য করা জন্য শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের ২ লাখ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছে আরবিআই। এছাড়া এই পরিচালকদের আত্মীয়ের স্বার্থ জড়িয়ে আছে এমন সংস্থাকে ঋণ প্রদান করেছে এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যা কিনা আরবিআইয়ের নিয়মানুসারে অপরাধ।

একইরকমভাবে এক্সপোজার সংক্রান্ত নিয়ম ঠিকভাবে না মানার কারণে জনতা সহকারী ব্যাঙ্ককে ১ লাখ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছে আরবিআই। অন্যদিকে নাগরিক সহকারী ব্যাঙ্ক কেওয়াইসি সম্বন্ধিত নিয়ম অমান্য করেছে। যে কারণে তাদের জরিমানা স্বরূপ ১ লাখ টাকা দিতে হবে। আমানতকারীর শিক্ষা এবং সচেতনতা তহবিলে নির্দিষ্ট টাকা স্থানান্তরে ব্যর্থ হওয়ার কারণে নাসিক ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে।

আরও পড়ুনঃ আর নয় ৭-৮%! নতুন বছরে ফিক্সড ডিপোজিটেই ৯.৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

গ্রাহকদের ঝুঁকি কতটা?

এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, ব্যাঙ্কগুলিকে জরিমানা করায় গ্রাহকদের ঝুঁকি কতটা? তাহলে বলে রাখি, এক্ষেত্রে গ্রাহকদের কোনও ঝুঁকি নেই। কারণ এই জরিমানার টাকা ব্যাঙ্কগুলো গ্রাহকদের তহবিল থেকে দেয়। একইসঙ্গে আরবিআইয়ের এই জরিমানার লক্ষ্য হল, ভবিষ্যতে যাতে ব্যাঙ্কগুলোর তরফ থেকে এই ধরণের ভুল না করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাস্তি দেওয়ার এই সিদ্ধান্তে কারণে তাই উপরিউক্ত ব্যাঙ্কের গ্রাহকদের চিন্তা করার কোনও দরকার নেই।

Leave a Comment