একটাকাও মার যাবে না, ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI

ভারতের সমস্ত ব্যাঙ্কই আরবিআই (RBI) এর অধীনে থেকে। তবে কোন ব্যাঙ্কে টাকা রাখা সবচেয়ে নিরাপদ (Safest Bank)? কমবেশি আমাদের সকলের মাথাতেই এই প্রশ্নটা মাঝেমধ্যে আসে। কষ্ট করে উপার্জিত অর্থ সঞ্চয় করা হয় ব্যাঙ্কে (Bank)। বিনিয়োগের একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি। তবে সেই প্রতিষ্ঠানে টাকা রেখে তা যদি ডুবে যায় তখন ভীষণ কষ্ট হয়।

সেই কারণে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে জেনে নেওয়া উচিত আপনি যে ব্যাঙ্ক নির্বাচন করেছেন সেটা কতখানি নিরাপদ। বেশিরভাগ মানুষ বেসরকারি ব্যাঙ্কগুলিতে টাকা রাখতে দ্বিধা বোধ করেন। অতীতে বহু বেসরকারি ব্যাঙ্কে ভরসা করে ঠকেছে মানুষ। তবে তাই বলে সব সরকারি ব্যাঙ্ক যে নিরাপদ সেটাও নয়।

Counting Notes in Bank

ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্ক (Safest Bank In India As Per RBI)

এখন তাহলে প্রশ্ন জাগতেই পারে, কোন ব্যাঙ্কে টাকা রাখাটা সবচেয়ে নিরাপদ (Safest Bank in India)। যেখানে টাকা রাখলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। টাকা মার যাওয়া তো দূর, বরং আপনার লাভ হবে। এক্ষেত্রে RBI-এর তরফ থেকে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলির একটি তালিকা (Safest Bank in India List) প্রকাশ করা হয়েছে। সেই ব্যাঙ্কগুলিতে আপনি টেনশন ছাড়াই টাকা রাখতে পারেন।

আরও পড়ুনঃ মোটা টাকা আয় হবে সিনিয়র সিটিজেনদের, এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারান্টি!

প্রসঙ্গত, মাস দুই-তিনেক আগে ভারতের বেশ কয়েকটি বৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক জরিমানার শাস্তি দিয়েছিল RBI। অভিযোগ করা হয়েছিল, সেই ব্যাঙ্কগুলি ব্যাঙ্কিং ব্যবস্থার বেশ কিছু নিয়ম মানেনি। যে কারণে ব্যাঙ্কগুলিতে মোটা টাকার জরিমানা দিতে হয়েছিল। এর আগে একই কারণে বেশ কিছু সমবায় ব্যাঙ্ককেও জরিমানার শাস্তি দেওয়া হয়েছিল RBI-এর তরফ থেকে।

শুধু তাই নয়, বেশ কিছু সরকারি ব্যাঙ্কের লাইসেন্সও বাতিল করা হয়েছে। যে কারণে সেই ব্যাঙ্কগুলির গ্রাহকদের অ্যাকাউন্টে প্রভাব পড়েছে। এখন তাহলে প্রশ্ন হল, কীভাবে জানা যাবে দেশের কোন ব্যাঙ্কগুলি টাকা রাখার জন্য সবচেয়ে নিরাপদ? তাহলে বলে রাখি, RBI কর্তৃক স্বীকৃত নিরাপদ ব্যাঙ্কগুলিতে টাকা বিনিয়োগ করলেই আর হবে না এই সমস্যা।

আরও পড়ুনঃ ১ তারিখ হলেই অ্যাকাউন্টে ৫০০০ করে পাবে সমস্ত মহিলারা! সময় থাকতে করে ফেলুন আবেদন

দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্ক কোনগুলি? (List of Safest Banks in India)

২০১৫ সাল থেকে RBI সুরক্ষিত ব্যাঙ্কের লিস্ট তৈরির এই কাজ শুরু করেছে। ব্যাঙ্কের হেলথ, ঋণ আদায়ের অবস্থা, আমানতের পরিস্থিতি সহ আরও নানান মানদণ্ড যাচাই করে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সাধারণ মানুষের সুবিধার জন্য RBI কর্তৃক এই তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, দেশের সবচেয়ে তিন নিরাপদ ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এবং এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)।

RBI-এর সুপারিশ অনুযায়ী, এই তিন ব্যাঙ্কে বিনিয়োগ করলে আপনার সম্পদ সুরক্ষিত থাকবে। একটা পয়সাও কোথাও যাবে না। তবে শুনলে অবাক হবেন, নিরাপদ হলেও এই তিন ব্যাঙ্কের ওপর এখনও RBI নজরদারি চালিয়ে যাচ্ছে। ঋণ থেকে শুরু করে ইনসিওরেন্স, কাস্টোমার সার্ভিস সবদিক থেকে ব্যাঙ্কগুলিকে পরীক্ষা নিরীক্ষা করছে RBI।

আরও পড়ুনঃ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলে পাবেন ১০০০০ টাকা! শুধু করতে হবে এই ছোট্ট কাজ

তবে বলে রাখি, এখানে কিন্তু একবারও বলা হচ্ছে না এই তিন ব্যাঙ্ক বাদে ভারতের বাকি সকল সরকারি/বেসরকারি ব্যাঙ্ক অসুরক্ষিত। সেসব ব্যাঙ্কে টাকা রাখলে তা মার যাবে এমনটাও নয়। তবে সর্বদা সবকিছু জেনে বুঝে নিজের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করবেন।

Leave a Comment