হাতে আর মাত্র ১ দিন, এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

আমাদের দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। অগুনতি মানুষের অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্কে। এবার তাঁদের জন্যই কেওয়াইসি (SBI KYC Update) সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। বর্ষশেষের আগে সকল গ্রাহককে এই খবর জেনে নেওয়া উচিত। কারণ ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলেই বন্ধ হয়ে যেতে পারে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

আপনার যদি SBI এ সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ বছর শেষ হওয়ার আগে এই কাজটি না করলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হল, নিজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া থেকে আটকাতে কী করতে হবে? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

SBI অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় ঘোষণা

এর আগে গ্রাহকদের মোবাইল নম্বরে SBI KYC Update সংক্রান্ত একটি মেসেজ পাঠিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেখানে প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড সংযোগ করার কথা বলা হয়েছিল। বলে রাখি, সংশোধিত আয়কর নিয়মানুযায়ী, এই মুহূর্তে যাঁদের বেসিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাঁদের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড সংযোগ করার কোনও প্রয়োজনীয়তা নেই। তবে যে সকল গ্রাহকদের স্থায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাঁদের এই কাজ করতেই হবে।

আরও পড়ুনঃ কোথাও যেতে হবে না, বাড়ি বসেই মিলবে সরকারি সুবিধা! নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

KYC জমা না দিলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট

সেক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকদের নিজের প্যান কার্ডের নথি ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে। যদি প্যান কার্ড না থেকে তাহলে তাহলে ফর্ম ১৬ ফিল আপ করতে হবে এবং সেটা জমা দিতে হবে। তাহলেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া থেকে রক্ষা পাবে।

ব্যাঙ্কের তরফ থেকে জানানো সত্ত্বেও এতদিন অনেক গ্রাহক প্যান কার্ড লিঙ্ক করার বিষয়টি এড়িয়ে গিয়েছেন। সেই সকল গ্রাহকদের জন্য এবার তাই ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হল। এরপর আর কোনও প্রকারের ছাড় দেওয়া হবে না বলেই জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলে পাবেন ১০০০০ টাকা! শুধু করতে হবে এই ছোট্ট কাজ

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার উপায়?

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড কীভাবে লিঙ্ক করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই প্রতিবেদনে তুলে ধরা হল।

  1. প্রথমে www.onlinesbi.com ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর হোমপেজ খুলবে আপনার সামনে। সেখান থেকে My Account লেখায় ক্লিক করতে হবে।
  3. এরপর Profile PAN Registration লেখায় ক্লিক করুক।
  4. তাহলে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিন।
  5. নিজের প্যান কার্ডের নম্বর দিন।
  6. সব হয়ে যাওয়ার পর Submit অপশনে ক্লিক করুন।

৭ দিনের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে প্যান কার্ড লিঙ্ক করার কাজ সম্পন্ন হয়ে যাবে। নিজের রেজিস্টার করা ফোন নম্বরে এই বিষয়ে আপডেট পেয়ে যাবেন। চাইলে অনলাইনেও স্ট্যাটাস চেক করতে পারবেন। সেক্ষেত্রে SBI ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে Create Request লেখার পাশে Status-এ ক্লিক করতে হবে। এরপর বাকি তথ্য দিলেই আপনি স্ট্যাটাস দেখতে পাবেন।

1 thought on “হাতে আর মাত্র ১ দিন, এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট!”

Leave a Comment