সুদের হার বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার! নববর্ষের আগে মুখে হাসি ফুটলো মধ্যবিত্তের

SSY Interest Rate: নববর্ষ শুরু হতে আর মাত্র দু’টো দিনের অপেক্ষা। ২০২৪-কে স্বাগত জানানোর তোরজোড় করছে এখন দেশবাসী। উৎসবের এই আবহে এবার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে নতুন Interest Rate তথা সুদের হার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার (Central Government)। মোদী সরকারের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।

SSY-তে সুদের হার পরিবর্তন (SSY Interest Rate Change)

সম্প্রতি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প SSY তথা সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারে বদলের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ অবধি বজায় থাকবে এই নতুন সুদের হার (Interest Rate Change)। বলে রাখি, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার আগে ৮ শতাংশ ছিল। এখন তা বৃদ্ধি করে ৮.২ শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার : SSY Interest rate change

৩ বছরের আমানতের সুদের হার বদল

শুধু সুকন্যা সমৃদ্ধি যোজনাই নয়, ৩ বছরের আমানতের ইন্টারেস্ট রেটেও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। ৭ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭.১ শতাংশ করা হয়েছে। তবে PPF তথা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার একই আছে। পাশাপাশি ১ বছরের আমানতের ইন্টারেস্ট রেটও আগের মতো ৬.৯ শতাংশই আছে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে না পশ্চিমবঙ্গের পড়ুয়ারা! কারণ চমকে দেওয়ার মত

এছাড়া ২ বছরের আমানতের ক্ষেত্রে কোনও বদলের কথা ঘোষণা করা হয়নি। ২ বছরের আমানতে আগের মতো ৭% সুদ পাওয়া যাবে। একই রকম ভাবে ৫ বছরের আমানতের সুদেও কোনও পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার। এই স্কিমেও আগের মতো ৭.৫% হারে সুদ পাবেন গ্রাহকরা।

কোন কোন স্কিমের সুদ এক রইল?

নতুন বছরের আগে বেশ কিছু স্কিমের সুদে বদল আনা হলেও বহু প্রকল্পের সুদ একই রাখা হয়েছে। যেমন- ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, মাসিক ইনকাম অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নাম রয়েছে সেই তালিকায়।

আরও পড়ুনঃ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলে পাবেন ১০০০০ টাকা! শুধু করতে হবে এই ছোট্ট কাজ

ন্যাশানাল সেভিংস সার্টিফিকেটে আগের মতো ৭.৭%, কিষাণ বিকাশ পত্র ৭.৫%, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে ৭.১%, মাসিক ইনকাম অ্যাকাউন্টে ৭.৪% এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮.২% হারে সুদ পাবেন গ্রাহকরা।

Leave a Comment