SBI গ্রাহক হলে অবশ্যই দেখুন, বদলে গেল ব্যাঙ্কের ২ গুরুত্বপূর্ণ কাজের নিয়ম! ভালো না খারাপ?

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। অগুনতি মানুষের অ্যাকাউন্ট রয়েছে এখানে। এবার এই ব্যাঙ্কের (Bank) দু’টি নিয়মের বড়সড় পরিবর্তন করা হল। কী বদল আনা হল? এর ফলে গ্রাহকদের সুবিধা হবে নাকি অসুবিধা? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না থাকলে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন। এর ফলে কষ্টার্জিত টাকার একটি অংশ জরিমানা হিসেবে খরচ হয়ে যায়। এই নিয়ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বরাবর কঠোরভাবে মেনে এসেছে। তবে এবার আর নূন্যতম ব্যালেন্সের (Minimum Balance) চিন্তা করতে হবে না গ্রাহকদের। কারণ ব্যাঙ্কের তরফ থেকে এই নিয়মে আনা হল বিরাট বদল।

SBI New Rules Every Account Holder Should Know

বদল গেল এসবিআইয়ের দু’টি নিয়ম!

সরকারি হোক বা বেসরকারি, সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না থাকলে ফাইন স্বরূপ প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হতো। তবে সম্প্রতি এই নিয়মে বদল এনেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টে যদি মিনিমাম ব্যালেন্স নাও থাকে, তাহলেও গ্রাহকদের থেকে ফাইন নিতে পারবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপরেই এসবিআইয়ের (SBI) একটি নিয়মে বদল আনা হয়।

আরও পড়ুনঃ প্রতি সপ্তাহে কিস্তির চাপ শেষ! বন্ধন ব্যাঙ্কের লোন গ্রাহক হলে আপনার জন্য রইল সুখবর

নূন্যতম ব্যালেন্সের নিয়ম বদল (Minimum Balance for SBI A/c)

গোটা দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) ২৪ হাজারেরও বেশি ব্রাঞ্চ রয়েছে। একসময় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, মেট্রো সিটির শাখায় যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে গ্রাহকদের অন্তত ৩,০০০ টাকা সেই অ্যাকাউন্টে জমা রাখতে হবে। শহরতলি তথা সেবি আরবান এলাকার ক্ষেত্রে ২,০০০ টাকা এবং গ্রামীণ এলাকার শাখায় অ্যাকাউন্ট থাকলে নূন্যতম ১,০০০ টাকা গ্রাহকদের রাখতে হতো।

আরও পড়ুনঃ আর নয় ৭-৮%! নতুন বছরে ফিক্সড ডিপোজিটেই ৯.৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

তবে আরবিআইয়ের (RBI) নয়া নির্দেশিকার পর নূন্যতম ব্যালেন্সের এই নিয়ম তুলে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। অর্থাৎ এসবিআইয়ে অ্যাকাউন্ট থাকলে গ্রাহকদের আর মিনিমাম ব্যালেন্সের (SBI Minimum Balance Rule) চাপ নিতে হবে না। নিজের প্রয়োজন অনুসারে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন এবং সেখান থেকে টাকা তুলতে পারবেন।

অ্যাকাউন্ট বন্ধের নিয়ম বদল (SBI Account Closing Process)

নূন্যতম ব্যালেন্সের পাশাপাশি অ্যাকাউন্ট ক্লোজিংয়ের নিয়মেও (SBI Account Closing Rule) বদল এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুসারে, নতুন অ্যাকাউন্ট খোলার দু’সপ্তাহ অর্থাৎ ১৪ দিনের মধ্যে আপনি যদি সেটা বন্ধ করে দেন তাহলে আপনাকে কোনও জরিমানা গুনতে হবে না। তবে ১৪ দিন হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট বন্ধ করতে হলে আপনাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আবার অ্যাকাউন্টের মেয়ার ১ বছর হয়ে গেলে আপনাকে আর কোনও জরিমানা দিতে হবে না।

Leave a Comment