দেখলে হবে খরচা আছে! আবারও বাড়ছে TV চ্যানেলের দাম, নির্দেশিকা দেখেই মাথায় হাত আম জনতার

বর্তমানে সোশ্যাল মিডিয়া (Social Media), OTT প্ল্যাটফর্মের (OTT Platform) রমরমা বাড়লেও টেলিভিশন (Television) কিন্তু নিজের স্থান ঠিক ধরে রেখেছে। এখনও বহু মানুষ আছেন যারা টিভি দেখার অভ্যাস ত্যাগ করতে পারেননি। সিনেমা, সিরিয়াল হোক বা খেলা, খবর- সবকিছু টিভির (TV) বড় স্ক্রিনে দেখাই পছন্দ তাঁদের।

তবে নতুন বছরে টিভি-প্রেমীদের পকেটে একটু চাপ পড়তে চলেছে! কারণ ২০২৪ সালে ফের বেশ কিছু প্রথম সারির টিভি চ্যানেলের দাম (Television Channel) বাড়তে চলেছে। যে কারণে আপনার পকেট থেকে খরচ হবে কিছু অতিরিক্ত টাকা। কত টাকা দাম বাড়বে? সেই বিষয়ে জানতে আজকের প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

TV Channel Price by TRAI

TV Channel Price Hike

সম্প্রতি সোনি পিকচার্স নেটওয়ার্কর্স ইন্ডিয়া (Sony Pictures), ভায়াকম ১৮ (Viacom 18), জি এন্টারটেইনমেন্টের (Zee Entertainment Enterprises) মতো জনপ্রিয় সম্প্রচারকারীরা নিজেদের টেলিভিশন চ্যানেলের মূল্য বৃদ্ধি করতে চলেছেন। যা নিঃসন্দেহে সাধারণ মানুষের খরচ বৃদ্ধি করবে। এবার থেকে নিজের পছন্দের চ্যানেল দেখার জন্য আরও বেশি টাকা গুনতে হবে টিভি-প্রেমীদের।

আরও পড়ুনঃ পুরো ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! মোবাইল থেকে এই অ্যাপ এখুনি ওড়ানোর নির্দেশ দিল RBI

কত দাম বাড়ানো হল? (How much TV Channel Price Increase?)

নেটওয়ার্ক ১৮, ভায়াকম ১৮এর মতো দেশের প্রথম সারির সম্প্রচারকারীরা নিজেদের চ্যানেলের মূল্য ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে জি এন্টারটেইনমেন্ট এবং সোনি পিকচার্সের চ্যানেলগুলির মূল্য ৯ শতাংশ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। জি, সোনি, ভায়াকম ১৮ নতুন বছরে চ্যানেলের মূল্যবৃদ্ধির পথে হাঁটলেও ডিজনি স্টার কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও ঘোষণা করেনি।

কবে থেকে প্রযোজ্য হবে নতুন রেট?

সম্প্রচারকারীদের তরফ থেকে সাফ জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি অর্থাৎ ০১-০২-২০২৪ থেকে নতুন রেট প্রযোজ্য হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Television Regulatory Authority of India) তথা TRAI-এর নিয়ম অনুযায়ী, নতুন ঘোষণার ৩০ দিন পর থেকে সম্প্রচারকারীরা তা কার্যকর করতে পারবে, তার আগে নয়।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

আচমকা কেন দাম বাড়ানো হল? (Why TV Channel Price increasing again?)

চলতি বছর তথা ২০২৪ সাল হল নির্বাচনের বছর। এই বছরে টেলিভিশন চ্যানেলের মূল্যবৃদ্ধি করে দেশবাসীকে বিরক্ত করতে চায় না TRAI। তবে ভায়াকম ১৮ আবার একাধিক জনপ্রিয় স্পোর্টস ইভেনেটের রাইটস কিনে রেখেছে। যেমন- IPL, অলিম্পিক ২০২৪। এছাড়া বিসিসিআই (BCCI), ক্রিকেট সাউথ আফ্রিকার মিডিয়া রাইটসও রয়েছে। যে কারণে এই সংস্থাটি প্রায় ৩৪,০০০ কোটি টাকা অর্থ বিনিয়োগ করেছে। টেলিভিশন চ্যানেলের মূল্যবৃদ্ধি করে সেই বিনিয়োগের বিষয়টিকেই সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Leave a Comment