রাজ্য জুড়ে বন্ধ রেশন দোকান! সমস্যায় গ্রাহকরা, বিরাট সিদ্ধান্ত রেশন ডিলার সংগঠনের

রেশন (Ration) ব্যবস্থার মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের মুখে অন্ন তুলে দেয় সরকার। এই সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে চাল, গম সহ নানান সামগ্রী দেওয়া হয়। তবে মাঝেমধ্যেই এই রেশন ব্যবস্থা (Ration System) ঘিরে নানান অভিযোগও ওঠে। কখনও অভিযোগ করেন গ্রাহকরা, কখনও আবার ক্ষোভের সুর শোনা যায় রেশন ডিলারদের (Ration Dealer) গলায়। এবার যেমন রেশন দোকান (Ration Shop) বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেশন ডিলার সংগঠন।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers Federation) তথা রেশন ডিলারদের সংগঠন শুক্রবার অর্থাৎ আজ রাজ্যজুড়ে সকল রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের যে সকল রেশন দোকান (Ration Shop) এই সংগঠনের অন্তর্ভুক্ত সেগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু কেন আচমকা রাজ্য জুড়ে রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল?

রেশন দোকান : People Gather infront of Fare Price Shop to get Ration

রাজ্য জুড়ে বন্ধ রেশন দোকান!

রাজ্যের এক রেশন ডিলারের (Ration Dealer) আকস্মিক মৃত্যুর কারণে শুক্রবার রাজ্য জুড়ে রেশন দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক রেশন ডিলার সম্প্রতি আত্মহত্যা করেছেন। রেশন ডিলার সংগঠনের দাবি, সুকুমার দাস নামের সেই রেশন ডিলার মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর মানসিক অবসাদের পিছনে ই-পস সংক্রান্ত একটি ভুল তথ্য রয়েছে বলে দাবি রেশন ডিলার সংগঠনের।

আরও পড়ুনঃ রেশন বন্ধ, ৪ দিনের মধ্যে এই কাজ না করলে বাতিল রেশন কার্ড! সরকারের ঘোষণায় মাথায় হাত আমজনতার

বলা হচ্ছে, ই-পস মেশিনে অনেক সময়ই খাদ্য সামগ্রী মজুত রাখার ভুল পরিমাণ দেখানো হচ্ছে। যে কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে। রেশন ডিলার সংগঠনের একাংশের দাবি, ই-পস মেশিনে ভুল তথ্য দেখানোর কারণেই সুকুমার দাস নামের সেই রেশন ডিলার মানসিক অবসাদের শিকার হন। এরপরেই এমন পথ বেছে নেন তিনি।

আরও পড়ুনঃ প্রতিমাসে পাবেন ১০০০, সাথে বিনা সুদে ১ লাখের লোন! রেশন কার্ড নিয়ে বিরাট ঘোষণা সরকারের

সমস্যায় সাধারণ মানুষ!

রেশন ডিলার সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, এই বিষয় নিয়ে খাদ্য দপ্তরের প্রধান সচিবের কাছে তাঁরা চিঠি পাঠিয়েছেন। তাঁদের তরফ থেকে বলা হয়েছে, এভাবে ভুল তথ্য দেখানোর কারণে রেশন ডিলাররা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে কাঁথির রেশন ডিলারদের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে একদিনের জন্য রেশন দোকান বন্ধ রাখার ডাক দেওয়া হয়। ফেডারেশনের তরফ থেকে এই বিষয়টিকে সমর্থন করা হয়েছে। যে কারণে সম্পূর্ণ রাজ্য জুড়ে আজ রেশন দোকান বন্ধ থাকবে বলে অনুমান করা হচ্ছে। যার ফলে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হবেন গ্রাহকরা।

Leave a Comment