বিনা মেঘে বজ্রপাত, হটাৎই মাইনে কমছে পশ্চিমবঙ্গের এই শিক্ষকদের! প্রকাশ্যে কড়া বিজ্ঞপ্তি

আপনি কি শিক্ষকতার (Teacher) সঙ্গে যুক্ত? আপনি কি প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) পড়ান? তাহলে আপনার জন্য রয়েছে একটি বিরাট খবর। সম্প্রতি একসঙ্গে বহু শিক্ষক-শিক্ষিকার বেতন (Salary) কমানো হয়েছে। যে কারণে চিন্তায় পড়েছে তাঁরা। DPSC-র একটি বিজ্ঞপ্তি দেখে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁদের! আপনিও যদি পশ্চিমবঙ্গের কোনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে পারে।

বর্তমানে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরগরম গোটা রাজ্য (West Bengal)। বহু হবু শিক্ষক, শিক্ষিকা যথাসময়ে চাকরি না পেয়ে বেছে নিয়েছেন প্রতিবাদের পথ। এই পরিস্থিতিতে কমানো হল রাজ্যের বেশ কিছু শিক্ষক/শিক্ষিকার বেতন। সম্প্রতি এই বিষয়ে নদিয়া (Nadia) DPSC-র তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। যা দেখে চমকে গিয়েছেন কমবেশি প্রত্যেকে।

West Bengal Teachers Salary

কমানো হচ্ছে রাজ্যের শিক্ষক/শিক্ষিকাদের বেতন!

এখন হয়তো ভাবছেন কী কারণে আচমকা বেতন কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হল? আসলে এনসিটিই-র নিয়মানুসারে, চাকরি পেয়ে যাওয়ার পরেও ব্রিজ কোর্স (Elementary Education- ODL Mode) সম্পন্ন না করার দরুন রাজ্যের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের বেতন স্কেল কমিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি এই মর্মে নদিয়া DPSC-র তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রতি সপ্তাহে কিস্তির চাপ শেষ! বন্ধন ব্যাঙ্কের লোন গ্রাহক হলে আপনার জন্য রইল সুখবর

নোটিশে কী বলা হয়েছে?

সদ্য প্রকাশিত এই নোটিশ অনুসারে, নদিয়া DPSC-র আওতায় যে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা B.Ed/B.Ed (Special Education)/D.Ed/D.Ed (Special Education) রয়েছে তবে এখনও ৬ মাসের ব্রিজ কোর্স সম্পন্ন করেননি, তাঁরা এতদিন অবধি ‘এ’ ক্যাটাগরির বেতন স্কেল পেতেন। তবে এবার থেকে তাঁরা ‘এ’ ক্যাটাগরির বদলে ‘বি’ ক্যাটাগরির বেতন স্কেলে বেতন পাবেন।

আরও পড়ুনঃ Paytm-র পর আরও ৪ ব্যাঙ্ককে শাস্তি দিল RBI, বন্ধ হয়ে যাবে লেনদেন! বিপদে পড়ার আগে জেনে নিন

সব মিলিয়ে বলা যায়, আচমকা বেতন স্কেল কমানোর এই সিদ্ধান্তের খবরে বেজায় চিন্তায় পড়েছেন বহু শিক্ষক, শিক্ষিকা। তবে যারা ব্রিজ কোর্স সম্পন্ন করে ফেলেছেন তাঁদের অবশ্য চিন্তার কিছু নেই। তাঁদের বেতন স্কেল হ্রাস করা হবে না।

Leave a Comment