বাতিল হয়নি আধার কার্ড! শুধু করতে হবে এই ছোট্ট কাজ, দুশ্চিন্তা দূর করতে ঘোষণা করল UIDAI

কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছে আধার কার্ড (Aadhaar Card)। চলতি বছর লোকসভা ভোটের আগে আধার বাতিল নিয়ে সরগরম বাংলা (West Bengal)। ইতিমধ্যেই রাজ্যের বহু মানুষের কাছে আধার কার্ড বাতিল হওয়ার চিঠি এসেছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর চিন্তায় পড়ে গিয়েছেন অনেকে।

এদেশের প্রত্যেক নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। স্কুল, অফিস, রেশন, হাসপাতাল, প্রায় সব ক্ষেত্রেই এখন এই কার্ডের দরকার হয়। তাই স্বাভাবিকভাবেই এই কার্ড বাতিলের (Aadhaar Card Deactivate) নোটিশ আনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে আবার এখন থেকেই সরকারি নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও করছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আধার কার্ডের বিকল্প কার্ডের কথাও ঘোষণা করেছেন।

Mamata Banerjee announces new Card after Aadhar Cancel Letter gone viral

আধার কার্ড বাতিল নিয়ে বড় খবর!

আধার বাতিল নিয়ে যখন সরগরম বাংলা, তখন সামনে এল একটি বড় খবর। দুর্গাপুরের কাছে কাঁকসার এগারো মাইলস এলাকায় এখনও অবধি ১১ জনের আধার কার্ড নিষ্ক্রিয় (Aadhaar Card Deactivate) করে দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের জেলাশাসন জানিয়েছেন, তিনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। এরা প্রত্যেকেই মতুয়া সম্প্রদায়ের মানুষ। প্রত্যেকের কাছে পোস্ট অফিস থেকে আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি এসেছে। এদিকে এই বিষয়ে একেবারে ভিন্ন কথা বলছে আধার কর্তৃপক্ষ UIDAI

আরও পড়ুনঃ আধার অতীত নতুন কার্ড দেবে রাজ্য সরকার! কীভাবে পাবেন? দেখুন আবেদন পদ্ধতি

সমস্যায় পড়লে কী করতে হবে জানাল UIDAI!

আধার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এদেশে কোনও নাগরিকের আধার কার্ড (Aadhaar Card) বাতিল করা হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখেও শোনা গিয়েছে একই কথা। তিনি বলেছেন, এই বিষয়ে কেন্দ্রের (Central Government) সঙ্গে তাঁর কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গেও কথা বলেছেন তিনি। তাঁরাও বলেছেন, কেন্দ্রের তরফ থেকে আধার কার্ড বাতিলের কোনও নির্দেশ প্রদান করা হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে আধার কার্ড বাতিলের এই নোটিশ গিয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ বিনা কারণে জ্বললেও দিতে হয় বিল! ছোট্ট এই লাল আলোর খরচ প্রতিমাসে কত জানেন?

UIDAI-র তরফ থেকে আরও জানানো হয়েছে, ১০ বছরের পুরনো আধার কার্ড প্রাপকরা যাতে তথ্য সংশোধন করেন সেই জন্য এটা করা হচ্ছে। আপনি যদি এরপরেও নিজের আধার কার্ড ঠিক আছে কিনা তা যাচাই করতে চান তাহলে আপনাকে প্রথমে UIDAI-র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘চেক আধার ভ্যালিডিটি’ অপশনে ক্লিক করে নিজের আধার কার্ড ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে।

Leave a Comment