ATM কার্ড অতীত! গুগল পে বা UPI থাকলেই এভাবে টাকা তোলা যাবে ATM থেকে

যত দিন যাচ্ছে ততই ভারতবর্ষে UPI-এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত বছর আগস্ট মাসে সবচেয়ে বেশি টাকা UPI-এর দ্বারা লেনদেন করা হয়েছে। আপনিও যদি টাকা লেনদেনের জন্য UPI ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। এখন আপনি ATM-এ গিয়ে UPI ব্যবহার করে নগদ অর্থ তুলতে পারবেন।

ATM থেকে টাকা তুলতে মানুষ মূলত ডেবিট কার্ড (Debit Card) অথবা ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে থাকেন। কিন্তু এবার চাইলেই আপনি Google Pay কিংবা PhonePe দিয়ে স্ক্যান করে সেই কাজ করতে পারবেন। যে কারণে লেনদেনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

মোবাইলের ইউপিআই দিয়ে এটিএম থেকে টাকা তোলা : Withdraw Money from ATM with Smartphone UPI

UPI ব্যবহার করে টাকা তুলুন ATM থেকে!

গ্লোবাল ফিনটেক ফেস্টে UPI ব্যবহার করে টাকা তোলা যায় এমন একটি ATM প্রথমবার প্রকাশ্যে এসেছে। সেখানে স্ক্যান করার সুবিধা আছে। হিটাচি পেমেন্ট সার্ভিসেসের তরফ থেকে এই অভিনব ATM চালু করা হয়েছে। ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তথা NPCI সহযোগিতায় এই ATM আনা হয়েছে। এই মেশিনে কোনও প্রকার কার্ড ছাড়াই আপনি টাকা তুলতে পারবেন। QR Code স্ক্যান করলেই হবে।

আরও পড়ুনঃ মোটা টাকা আয় হবে সিনিয়র সিটিজেনদের, এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারান্টি!

কত টাকা তোলা যাবে?

কোনও ATM-এ গিয়ে একবার পাঞ্চ করে ৯৯৯৯ টাকা তোলা যায়। তেমনই এই নতুন ধরণের ATM-এ একবার UPI স্ক্যান করলে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যায়। বলে রাখি, ভারতে এই প্রথম QR Code স্ক্যান করে টাকা তোলা যাচ্ছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে মূলত পাইলট প্রোজেক্ট হিসেবে এই অভিনব ATM বসানো শুরু হচ্ছে। গোটা দেশে প্রায় ৭০০টি এমন মেশিন বসানোর কাজ শুরু হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল নিজে সোশ্যাল মিডিয়ায় এই UPI দিয়ে ATM থেকে টাকা তোলার একটি ভিডিও শেয়ার করেছেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে মাত্র ৪৫০ টাকায় পাবেন LPG সিলিন্ডার! নববর্ষে সুখবর পেতেই খুশি আম জনতা

UPI-এর মাধ্যমে ATM থেকে কীভাবে টাকা তুলবেন?

QR Code স্ক্যান করে ATM থেকে কীভাবে টাকা তুলতে হয় সেই পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক।

  1. প্রথমে আপনি কত টাকা তুলতে চান তা বোতাম টিপে স্ক্রিনে লিখুন।
  2. এরপর স্ক্রিনে একটি QR Code ফুটে উঠবে। সেটি নিজের UPI অ্যাপ দিয়ে স্ক্যান করুন।
  3. এরপর নিজের UPI পিন দিন।
  4. আপনি পেয়ে যাবেন নিজের টাকা।

UPI-এর মাধ্যমে ATM থেকে টাকা তোলার এই ব্যবস্থা শুরু হলে কার্ডের প্রয়োজন আস্তে আস্তে কমতে শুরু করবে বলে মনে করছেন অনেকে। তবে একথাও ঠিক, এখনও দেশের বহু মানুষ UPI ব্যবহার করেন না। সেক্ষেত্রে ATM থেকে টাকা তোলার জন্য তাঁদের ভরসা সেই কার্ডই।

Leave a Comment