বন্দে ভারত ট্রেনের পর এবার আসছে ‘বন্দে মেট্রো’! কবে থেকে চলবে নতুন মেট্রো?

ভারতবর্ষে এখন একাধিক রুটে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) চলছে। গোটা দেশে প্রায় ৪১টি বন্দে ভারত ট্রেন চলছে বলে খবর। পাশাপাশি বেশ কিছু নতুন ট্রেন চালানোর পরিকল্পনাও করা হচ্ছে। এসবের মাঝেই এবার শোনা গেল বড় খবর। বন্দে ভারত ট্রেনের পর এবার বন্দে ভারত মেট্রোও (Vande Bharat Metro) চলবে দেশে। আগামী এপ্রিল মাসের মধ্যে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এই নতুন মেট্রোর ‘প্রোটোটাইপ’ আনতে চলেছে বলে জানা গিয়েছে।

বন্দে ভারত মেট্রো আসলে বন্দে ভারত ট্রেনেরই (Vande Bharat Train) ‘মিনি ভার্সন’। এটি ১৩০ কিমি/ঘণ্টা স্পিডে চলবে বলে জানা গিয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এস শ্রীনিবাস জানিয়েছেন, এপ্রিল মাসের মধ্যে তাঁরা প্রথম বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) প্রথম প্রোটোটাইপ বানিয়ে ফেলার চেষ্টা করছেন। অর্থাৎ এটিই হতে চলেছে বন্দে ভারত মেট্রোর প্রাথমিক মডেল।

Vande Metro Trains will start Running Soon in India

বন্দে ভারত ট্রেনের পর বন্দে ভারত মেট্রো! (Vande Bharat Metro)

এদেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হল বন্দে ভারত। তার ধাঁচেই বন্দে ভারত মেট্রো (Metro) বানানো হচ্ছে। তবে এটি বন্দে ভারত ট্রেনের মতো অত বেশি দূরত্বে চলবে না। বরং ২৫০ কিমি দূরত্বের দুই শহরের মধ্যে চলবে। এই বিষয়ে আরসিএফের জেনারেল ম্যানেজার বলেন, আন্তঃশহর চলাচলের জন্য এই নতুন মেট্রো বানানো হচ্ছে।

আরও পড়ুনঃ ট্রেনের ভেতর এই কাজ করলে কড়া পদক্ষেপ নেবে রেল! সমস্যায় পড়ার আগে বিশদে জেনে নিন

কী কী সুবিধা থাকবে? (Vande Bharat Metro Facilities)

বন্দে ভারত মেট্রোয় (Vande Bharat Metro) একাধিক সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। এই মেট্রোয় মোট ১৬টি এসি কোচ থাকবে বলে খবর। আরসিএফের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, প্রত্যেকটি কোচে সর্বাধিক ২৮০ জন যাত্রী উঠতে পারবেন। এর মধ্যে ১০০ জনের বসার সিট থাকবে এবং ১৮০ জনকে দাঁড়িয়ে সফর করতে হবে। যাত্রীদের বসার জন্য মুখোমুখি ৩টি করে আসন থাকবে। অর্থাৎ সাধারণ লোকাল ট্রেনের মতোই দেখতে হবে বন্দে ভারত মেট্রোর কাঠামো। কিন্তু লোকাল ট্রেনের থেকে এর মান অবশ্যই উন্নত হবে।

এর পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বন্দে ভারত মেট্রোর ভেতর একাধিক ব্যবস্থা থাকবে। যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীরা যাতে চালকের সঙ্গে কথা বলতে পারেন সেই কারণে এই বন্দোবস্ত করা হচ্ছে। সেই সঙ্গেই ধোঁয়া এবং আগুনের জন্য প্রত্যেকটি কোচে ১৪টি সেন্সরও থাকবে। পাশাপাশি হুইলচেয়ারে বসা যাত্রীরাও যাতে এই মেট্রোয় উঠতে পারেন, তার বন্দোবস্তও থাকবে। দু’টি মেট্রোর মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য কবচও থাকবে।

আরও পড়ুনঃ পুরোনো Aadhar বাতিল! কারা পাবে নতুন নীল আধার কার্ড? না জানলে অবশ্যই দেখুন

কবে থেকে চলবে এই মেট্রো?

কাপুরথালার আরসিএফের জেনারেল ম্যানেজার বলেন, বন্দে ভারত মেট্রোর যে প্রোটোটাইপ আনা হবে, প্রাথমিকভাবে সেটির ট্রায়াল করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মেট্রো বানানো শুরু হবে। সব ঠিক থাকলে অনুমান করা হচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ১৬টি ট্রেন বানানো হয়ে যাবে। তবে কবে থেকে বন্দে ভারত মেট্রো চলবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Leave a Comment