ইচ্ছে মতো জল ব্যবহারের দিন শেষ, জলের জন্য এবার দিতে হবে বিল! কবে থেকে শুরু হচ্ছে এই নিয়ম?

কল খোলা এক নাগাড়ে জল (Water) পড়ে যাচ্ছে! এহেন কার্যকলাপ খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। কারণ এবার থেকে জলের জন্যেও দিতে হবে বিল (Water Bill)! এতদিন অবধি স্রেফ রাস্তাঘাটে বেরিয়ে জল কিনে খেলেই টাকা খরচ হতো। কিন্তু বাড়ির জল ছিল ফ্রি। তবে এবার তার জন্যেও দিতে হবে টাকা! ইলেকট্রিক বিলের মতো আমজনতাকে এবার জলের বিলও মেটাতে হবে!

জল ব্যবহারের জন্য দিতে হবে বিল!

এতদিন অবধি অধিকাংশ জায়গাতেই দেখা যেত, যথেচ্ছ জল (Water) ব্যবহার করা হচ্ছে। অনেক সময় তো জল নেওয়ার পর কল খোলাই ফেলে রাখতেন অনেকে। তবে এবার বিদ্যুতের মতো জলও বুঝেশুনে ব্যবহার করতে হবে। কারণ এবার কলের মাথায় বসানো হবে মিটার (Water Meter)। জল যত ব্যবহার করবেন তত বাড়তে থাকবে মিটারের বিল।

Water meter latest update see details

কোথায় বসানো হচ্ছে জলের মিটার?

হুগলি জেলার কোন্নগর পুরসভা এলাকায় ইতিমধ্যেই প্রায় ৬০০০ কলের মিটার (Water Meter) বসানো হয়েছে। সেই জন্য কলের পাইপ থেকে শুরু করে মিটার সমেত কল- সবকিছু নতুন বসেছে। সম্পূর্ণ খরচ বহন করেছে সরকার। তবে মাসে মাসে জলের বিল (Water Bill) দেওয়ার খবর শুনে চিন্তায় পড়েছেন অনেকেই।
প্রশাসন কী বলছে?

আরও পড়ুনঃ সব আশায় জল! বিদ্যুৎ বিল জমা নিয়ে নতুন ঘোষণা শুনে মাথায় হাত গ্রাহকদের

কলের মিটার বসানো প্রসঙ্গে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন কুমার দাস বলেন, অমৃত দুই প্রকল্পে কেন্দ্রের (Central Government) তরফ থেকে ৬০০০ কলে মিটার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে জল ব্যবহারের ওপর টাকা নেওয়ার বিষয়ে এখনও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি।

আরও পড়ুনঃ কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডার অতীত, মহিলাদের ৩০,০০০ টাকা দেবে সরকার! এভাবে করুন আবেদন

কোন্নগর পুরসভার পুরপ্রধান বলেন, জল ব্যবহারের জন্য সাধারণ মানুষকে বিল মেটাতে হবে কিনা তা আগামী দিনেই জানা যাবে। এই বিষয়ে এক গৃহবধূ বলেন, ইলেকট্রিক বিলের পাশাপাশি ভবিষ্যতে যদি জলের বিলও যদি দিতে হয় তাহলে আগামী দিনে সমস্যায় পড়তে হবে।

Leave a Comment