রাজ্যের শিক্ষকদের জন্য সুখবর, মিলবে বাড়তি ছুটি! বিরাট সুখবর দিল মধ্যশিক্ষা পর্ষদ

পশ্চিমবঙ্গের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের (WB Govt Teachers) জন্য সুখবর। কারণ তাঁরা পেতে চলেছেন বাড়তি ছুটি! সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে এই সুখবর দেওয়া হয়েছে। কারা কবে থেকে এই বাড়তি ছুটিগুলি পাবেন তাও বলা হয়েছে সেখানে। এই বিষয়ে বিশদে জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

গতকাল শেষ হয়েছে ২০২৪ মাধ্যমিক পরীক্ষা। কয়েকদিন পরেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক। এর মাঝেই একটি শিক্ষক-শিক্ষিকাদের জন্য একটি বড় ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। জানানো হল, তাঁরা এবার অতিরিক্ত ৪টি ছুটি পাবেন। এখন প্রশ্ন হল, হঠাৎ কেন তাঁদের এই ছুটি দেওয়া হচ্ছে?

West Bengal Teachers Salary

রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা পাবেন অতিরিক্ত ছুটি! (WB Govt Teachers Compensatory Leave)

এক্ষেত্রে বলা রাখি, রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকা (WB Govt Teachers) কিন্তু এই বাড়তি ছুটি পাবেন না। বিশেষ নিয়ম মেনে এই ছুটি প্রদান করা হবে। পাশাপাশি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁদের এই ছুটিগুলি উপভোগ করতে হবে। আসলে ২০২৪ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ করতে হবে রাজ্যের বহু শিক্ষক-শিক্ষিকাকে। সেকথা মাথায় রেখেই সম্প্রতি ৪ দিনের অতিরিক্ত ছুটির (Holiday Notice for Teachers) কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ অবসরের পরেও সবাই পাবে মেডিক্যাল সুবিধা! রিটায়ার্ড কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্র সরকারের

রাজ্য সদ্য শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। জলদিই শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের (WBBSE Madhyamik Evaluation) কাজ। সপ্তাহের বাকি দিনগুলির পাশাপাশি বেশ কয়েকটি ছুটির দিনেও তাঁদের পরীক্ষার খাতা দেখতে হবে। সেই জন্য মাধ্যমিকের পরীক্ষক এবং মুখ্য পরীক্ষকদের ৪ দিনের বাড়তি ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। মাধ্যমিকের খাতা দেখার জন্য তাঁদের যেহেতু ছুটির দিনেও কাজ করতে হবে। সেই কারণে ৪টি বাড়তি ছুটি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কবে থেকে তাঁরা এই ছুটি নিতে পারবেন? সেই নিয়মও বেঁধে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে।

কবে কবে পাওয়া যাবে এই ছুটি?

মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার জন্য ৪টি ছুটির দিনে কাজ করতে হবে পরীক্ষক এবং মুখ্য পরীক্ষকদের। সেই চারদিন হল

  1. ১৮ ফেব্রুয়ারি (রবিবার)।
  2. ২৫ ফেব্রুয়ারি (রবিবার)।
  3. ২৬ ফেব্রুয়ারি (সবেবরাত)।
  4. ৮ মার্চ (শিবরাত্রি)।

আরও পড়ুনঃ এক দশক পর বদলাচ্ছে ষষ্ট-অষ্টম শ্রেণির সিলেবাস! কী কী পরিবর্তন আসছে? নিজেই দেখে নিন

উপরিউক্ত চার দিনে রাজ্যের ছুটির লিস্টে ছুটি থাকলেও মাধ্যমিকের পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ করতে হবে বহু শিক্ষক-শিক্ষিকাকে। তাই তাঁদের সুবিধার জন্য ৪ দিনের বাড়তি ছুটির কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি বিবৃতিতে এও জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাঁদের এই ছুটিগুলি নিতে হবে। এরপর এই বিশেষ ছুটিগুলি তাঁরা নিতে পারবেন না।

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment