দারুণ সুখবর! এক ধাক্কায় প্রায় ডাবল বোনাস ঘোষণা মুখ্য়মন্তীর, খুশিতে আত্মহারা সিভিক ভলিন্টিয়াররা

বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) জন্য দারুণ সুখবর। এক ধাক্কায় ১৬৫% বোনাস বৃদ্ধি হল তাঁদের। বৃহস্পতিবার রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে এই সুখবর দেওয়া হয়েছে। গতকাল এই সরকারিভাবে এই প্রসঙ্গে নবান্নের (Nabanna) তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা পুলিশের (Kolkata Police) সিভিক ভলান্টিয়ার এবং পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) সিভিক ভলান্টিয়ারদের বোনাসের মধ্যে এবার থেকে আর কোনও বৈষম্য থাকবে না। তাঁরা এবার থেকে সম পরিমাণ বোনাস (Bonus) পাবেন তাঁরা। শুধু তাই নয়, পুজোয় যারা কম টাকা বোনাস পেয়েছেন, তাঁদের বর্ধিত বোনাসের টাকা সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে।

Civic Volunteers of West Bengal

বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের! (Bonus Hike for WB Police Civic Volunteers)

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই জানিয়েছিলেন, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা যে পরিমাণ বোনাস পান, রাজ্যের অন্যান্য জেলার সিভিক ভলান্টিয়াররাও এবার থেকে সেই একই টাকা বোনাস হিসেবে পাবেন। প্রসঙ্গত, কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়াররা ৫৩০০ টাকা বোনাস পেতেন। এবার থেকে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়াররাও (WB Police Civic Volunteers) একই টাকা পাবেন।

আরও পড়ুনঃ বেকার হলেও প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০! দুর্দান্ত প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের

কত বোনাস দেবে রাজ্য সরকার! (Civic Volunteers Bonus)

কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে বোনাসের বৈষম্যের অভিযোগ উঠেছিল একসময়। অভিযোগ করা হয়েছিল, কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ারদের বোনাস হিসেবে ৫৩০০ টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়াররা পেয়েছেন মাত্র ২০০০ টাকা!

আরও পড়ুনঃ প্রতিমাসে ১ লক্ষ টাকা আয়! SBI-এর এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারেন্টি

তবে এবার আর বৈষম্যের অভিযোগ তোলার কোনও জায়গা রইল না। কারণ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ সকল সিভিক ভলান্টিয়ার ৫৩০০ টাকা করে বোনাস পাবেন। যে অর্থ পুজোর সময় তাঁদের দেওয়া হয়। জানা গিয়েছে, রাজ্যের যে সকল সিভিক ভলান্টিয়ারদের পুজোর সময় ২০০০ টাকা দেওয়া হয়েছিল, তাঁদের বাকি ৩৩০০ টাকা দিয়ে দেবে রাজ্য সরকার। তবে যারা পুজোর সময় ৫৩০০ টাকা পেয়েছেন, তাঁরা চলতি অর্থবর্ষে নতুন করে আর কোনও বোনাস পাবেন না।

Leave a Comment