আর হবে না বাসে খুচরো নিয়ে সমস্যা! ভাড়া দেওয়ার নতুন ব্যবস্থা চালু করল রাজ্য

ট্রেনের পর গণপরিবহণের মাধ্যম হিসেবে উঠে আসে বাসের (Bus) নাম। রোজ অগুনতি মানুষ বাসে চেপে নিজের গন্তব্যে পৌঁছন। বাস পরিষেবার ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষ। তবে মাঝেমধ্যেই এই বাস পরিষেবা নিয়ে সাধারণ মানুষের গলায় অভিযোগের সুরও শোনা যায়। যার মধ্যে অন্যতম হল ভাড়া দেওয়ার সময় (WB Bus Fare) খুচরো নিয়ে সমস্যা! এবার সেই সকল সমস্যা সমাধান করতে নয়া উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর (WB Transport Department)।

বাসে যাতায়াত করার সময় যাত্রীদের প্রায়ইশয়ই একটি সমস্যার সম্মুখীন হতে হয়, তা হল ভাড়া দেওয়া। অনেক সময়ই দেখা যায়, ১০-১৫ টাকার ভাড়া (WB Bus Fare) দিতে গিয়ে বড় বড় নোট ধরিয়ে দিচ্ছেন যাত্রীরা। এদিকে এত টাকা খুচরো দিতে গিয়ে নাজেহাল হতে হয় কন্ডাক্টরদের। অনেক সময় এই নিয়ে যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা।

New Bus Fair collecting Rule

নয়া পদ্ধতিতে থাকবে না খুচরোর ঝামেলা!

অনেক সময় তো খুচরো না থাকার কারণে যাত্রীদের মাঝপথে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটতেও দেখা যায়! এই ধরণের অপ্রীতিকর পরিস্থিতি থেকে যাত্রী এবং কন্ডাক্টর ও বাস কর্মীদের রক্ষা করতে নয়া উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার (Government of West Bengal)। নতুন এই ব্যবস্থার ফলে আর খুচরোর ঝামেলা থাকবে না। ট্রেনের মতো বাসের ক্ষেত্রেও যাত্রীরা আগে থেকেই অনলাইনে টিকিট বুক (Online Ticket Book) করতে নিতে পারবেন।

আরও পড়ুনঃ রাজ্যের মহিলাদের জন্য সুখবর, ২৫,০০০ টাকা দেবে সরকার! বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

তবে অনলাইনে বাসের টিকিট বুক করার এই ব্যবস্থা শুধুমাত্র সরকারি বাসের (Government Bus) ক্ষেত্রে শুরু হতে চলেছে বলে খবর। কারণ অন্যান্য যে সকল বেসরকারি বাস রাস্তায় চলে সেই সকল বাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, এখনই তাঁদের পক্ষে এই নয়া পরিষেবা চালু করা সম্ভব নয়। সেই সঙ্গেই শোনা যাচ্ছে, অনলাইনে টিকিট বুকিংয়ের এই ব্যবস্থা কলকাতার পাশাপাশি শহরতলিতেও চালু করার কথা ভাবা হচ্ছে।

আরও পড়ুনঃ মাত্র কয়েকদিনের অপেক্ষা, মার্চের এই তারিখ থেকে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো! প্রকাশ্যে দিনক্ষণ

বেসরকারি বাসে এভাবে দিতে পারবেন ভাড়া!

সরকারি বাসের ক্ষেত্রে ভাড়া (Bus Fare) দেওয়ার ঝামেলা মেটাতে নয়া ব্যবস্থা আনা হলেও, বেসরকারি বাসগুলির ক্ষেত্রে কী হবে? কারণ বেসরকারি বাসে চেপেও বহু মানুষ রোজ যাতায়াত করেন। এক্ষেত্রে শোনা যাচ্ছে, বেসরকারি বাসগুলির ক্ষেত্রে এই মুহূর্তে অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা শুরু করা না গেলেও, বিকল্প হিসেবে কিউআর কোডের ব্যবহার হতে পারে। বাস মালিক সংগঠনগুলির তরফ থেকেও এই পদ্ধতিতে সায় দেওয়া হয়েছে। তাই কিউআর পদ্ধতির মাধ্যমে অনলাইনে ভাড়া দেওয়া গেলে বেসরকারি বাসগুলির ক্ষেত্রেও সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment