মোবাইল ট্যাবের পর আরও বড় ঘোষণা! সরকারি স্কুলের এই সুবিধা শুনেই আনন্দে লাফাচ্ছে পড়ুয়ারা

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য মাঝেমধ্যেই রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে নানান উদ্যোগ গ্রহণ করা হয়। বিনামূল্যে বই, সাইকেল থেকে শুরু করে মোবাইল, স্কলারশিপ- রাজ্যের প্রত্যেক ছেলেমেয়ে যাতে বিনা বাধায় পড়াশোনা করতে পারে সেই জন্য বিভিন্ন সময়ে নানান পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। এবার যেমন ইন্টারনেট পরিষেবা (Internet Service) নিয়ে একটি বিরাট ঘোষণা করা হল। যার দ্বারা উপকৃত হবেন সরকারি স্কুলে পাঠরত অগুনতি পড়ুয়া।

করোনা অতিমারীর পর থেকে পড়াশোনা সহ সকল কাজ অনেক বেশি প্রযুক্তিনির্ভর হয়ে গিয়েছে। অনলাইনে পড়াশোনার চল আগে তেমন ছিল না। তবে এখন অনলাইনে পড়াশোনা করে বহু ছাত্রছাত্রী। শিক্ষা দফতর সহ রাজ্য সরকারের (Government of West Bengal) নানান দফতরের কাজও এখন অনলাইনে হয়। তাহলে স্কুলগুলিতে কেন থাকবে ইন্টারনেট পরিষেবা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Higher Seconday Students

সরকারি স্কুলে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেট পরিষেবা! (Free Internet in Govt Schools)

শহরে অবস্থিত প্রায় প্রত্যেক স্কুলে ইন্টারনেট পরিষেবা (Internet Service) থাকার দরুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন সহ অন্যান্য সকল কাজ সহজেই করা যায়। তবে গ্রামের দিকে এই সুবিধা খুব একটা থাকে না। গ্রামাঞ্চলের স্কুলগুলি (Government School) পড়াশোনা সংক্রান্ত নানান কাজের ক্ষেত্রে আধুনিক নেটওয়ার্ক পরিষেবা সেভাবে পায় না। সেদিকে নজর রেখেই এবার শিক্ষা দফতরের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রতিবছর ৬০০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ঘোষণায় আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

নির্দেশিকায় কী বলা হয়েছে?

শিক্ষা দফতরের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, শীঘ্রই রাজ্যের সকল বিদ্যালয়ে ইন্টারনেট সার্ভিস (Free Internet Service) দেওয়ার ব্যবস্থা শুরু করা হবে। Webel টেকনোলজিকে বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সংযোগের দায়িত্ব প্রদান করা হয়েছে। শীঘ্রই এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

কতদিনে পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা? (Free Internet in Schools)

দফতর সূত্রে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি গোটা রাজ্য জুড়ে নানান স্কুলে নেটওয়ার্কের যথাযথ পরিষেবার কাজ শুরু হয়ে যাবে। আপাতত Webel একমাসের মধ্যে রাজ্যের ১৪,৫০০ বিদ্যালয়ে নেটওয়ার্ক সংযোগ করবে। প্রাথমিকভাবে সংযোগ দেওয়ার পর এই পরিষেবা আগামী ৩৯ মাসের জন্য বৈধ থাকবে।

আরও পড়ুনঃ ফাঁকি মারা বন্ধ, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে চালু হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স! বড় সিদ্ধান্ত সরকারের

এই প্রসঙ্গে শিক্ষা দফতরের একজন আধিকারিক বলেন, রাজ্যজুড়ে সকল স্কুলে উপযুক্ত ইন্টারনেট পরিষেবা নেই। বিশেষ করে গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে পরিকাঠামোর অভাবে পড়ুয়ারা এই পরিষেবা থেকে বঞ্চিত হন। বাংলার প্রত্যেকটি বিদ্যালয়ে যাতে উপযুক্ত নেটওয়ার্ক সার্ভিস পৌঁছয়, সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Comment