সিভিক ভলেন্টিয়াদের জন্য খুশির খবর! ভোটের আবহে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে কর্মসংস্থান তৈরির করার উদ্দেশে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নামের একটি নতুন পদও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) পদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ কর্মরত। এবার তাঁদের জন্য একটি সুখবর আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

একটা সময় ছিল যখন উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় অনেকে সিভিক ভলেন্টিয়ারের কাছে যোগ দিতেন। তবে সময়ের সঙ্গে উচ্চশিক্ষিতরাও এই পদে যোগ দেওয়া শুরু করেন। বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অনেকেই সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) হিসেবে কাজ করছেন। দিন কয়েক আগেই রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার (Government of West Bengal)। সেই সঙ্গেই পুলিশের চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধির কথাও বলা হয়েছিল। এবার সামনে এল আরও একটি খবর!

সিভিক ভলিন্টার, WB Government announcement regarding Civic Volunteer

সিভিক ভলেন্টিয়ারদের জন্য নয়া পদক্ষেপ রাজ্য সরকারের!

এবার শোনা যাচ্ছে, রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) সরকারি জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এমনই খবর। বর্তমানে রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা বেশ কম। পশ্চিমবঙ্গের বেশিরভাগ থানাতেই ১৫-২০ জন মতো কনস্টেবল রয়েছেন।

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়াররাও পাবে পুলিশের মর্যাদা? বড় ঘোষণা রাজ্য সরকারের

এদিকে লোকসভা ভোট আসন্ন। আইন-শৃঙ্খলা দিকে যাতে কোনও প্রকার ত্রুটি না থাকে তা সুনিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। আর সেই কারণেই সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে প্রোমোশন (Civic Volunteer Promotion) দেওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, এই উদ্যোগকে বাস্তবায়িত করতে নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কথাও ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এর ফলে একদিকে যেমন সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতি হবে, বেতন বাড়বে। তেমনই রাজ্যে জুনিয়র কনস্টেবলের অভাব দূর হবে।

কীভাবে হবে প্রোমোশন?

রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল (Junior Constable) পদে প্রোমোশন দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করা হলেও এই নিয়ে বেশ কিছু সমস্যাও আছে। যেমন অধিকাংশ ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের বয়স এখন ৩০ অতিক্রম করে গিয়েছে। এছাড়া কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উচ্চতার দরকার হয়। তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের সময় আলাদা করে কোনও ট্রেনিং হয়নি। এদিকে কনস্টেবল পদে নিয়োগের সময় আলাদা করে ট্রেনিং নিতে হয়।

আরও পড়ুনঃ দারুণ সুখবর! এক ধাক্কায় প্রায় ডাবল বোনাস ঘোষণা মুখ্য়মন্তীর, খুশিতে আত্মহারা সিভিক ভলিন্টিয়াররা

সেই সঙ্গেই বিরোধীদের একাংশের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচন যাতে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করানো যায় সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এমন চিন্তাভাবনা করা হচ্ছে। সব মিলিয়ে, সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির খবর সামনে এলেও, এই বিষয়ে এখনও সরকারের তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। তাই সত্যি প্রোমোশন হবে কিনা? কিংবা প্রোমোশন হলেও তা কীভাবে হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Leave a Comment