জানুয়ারির প্রথমার্ধে এই ফর্ম জমা না দিলে পাবেন না বেতন! সমস্যায় পড়ার আগে জেনে নিন কী করবেন

আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি (WB Government Employee) করেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ চলতি জানুয়ারি মাসের প্রথমার্ধে একটি ফর্ম জমা না দিলে আপনার বেতন বন্ধ হয়ে যেতে পারে! কী সেই ফর্ম? কীভাবে সেই ফর্ম জমা দিতে হয়? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়িরা (West Bengal Government Employee) ১২% হারে হাউস রেন্ট অ্যালাওয়েন্স তথা বাড়ি ভাড়া ভাতা (HRA) পেয়ে থাকেন। এই ভাতার সর্বোচ্চ সীমা হল ১২,০০০ টাকা। কিন্তু এই টাকা পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের HRA Declaration ফর্ম জমা করতে হয়। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসের প্রথমে অফিসে এই ফর্ম (HRA Declaration Form) জমা দিতে হয়। নাহলে কিন্তু বেতন বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন দেখা দিতে পারে! তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফর্ম জমা করতে হয়।

West Bengal Govt Employees Must Submit their House Rent Allowance Form within January

পশ্চিমবঙ্গ সরকারের বাড়ি ভাড়া ভাতা (House Rent Allowance)

যদি কোনও চাকুরিজীবী এবং তাঁর স্বামী/স্ত্রী কেন্দ্র অথবা রাজ্য সরকারি কর্মচারী হল এবং তিনি HRA (House Rent Allowance) পেয়ে থাকেন তাহলে দু’জনের মিলিয়ে মোট বাড়ি ভাড়া ভাতা ১২,০০০ টাকার বেশি হলে চলবে না।

ফর্ম জমা দেওয়ার নিয়ম 

আগে যেমন বলেছি, প্রতি বছর জানুয়ারি মাসের প্রথমার্ধ এবং জুলাই মাসের প্রথমার্ধে বাড়ি ভাড়া ভাতা ডেক্লারেশন ফর্ম জমা করতে হয়। সরকারের নির্ধারণ করে দেওয়া নির্দিষ্ট ফর্মের মধ্যে বিবরণ লিপিবদ্ধ করে এই ফর্ম জমা করে দিতে হয়। এখন WBIFMS ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে HRA Declaration জমা করা যায়।

আরও পড়ুনঃ আরও বাড়ছে রান্নার গ্যাসের ভর্তুকি! কত টাকায় পাবেন সিলিন্ডার? জানলে মন খুশি হয়ে যাবে

ফর্ম জমা দেওয়ার পদ্ধতি (How to Submit HRA Allowance Form)

WBIFMS ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে অনলাইনে বাড়ি ভাড়া ভাতার ডেক্লারেশন ফর্ম জমা করতে হয় তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে WBIFMS ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর নিজের এমপ্লয়ি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  3. ‘মাই অ্যাপ্লিকেশন’ মেনুতে যেতে হবে।
  4. ‘এমপ্লয়ি এইচআরএ ডিক্লেরেশন’ অপশনে ক্লিক করুন।
  5. নিজের বৈবাহিক তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ফর্ম ফিল আপ করুন।
  6. ‘সেভ অ্যান্ড ফরোয়ার্ড টু অ্যাপ্রুভার’ লেখায় ক্লিক করুন।

আরও পড়ুনঃ ৭ দিনেই হবে শিক্ষক নিয়োগ! টেট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিরাট মন্তব্য শিক্ষামন্ত্রীর

এছাড়া আপনি চাইলে অফলাইনের মাধ্যমেও এই HRA Declaration ফর্ম জমা করতে পারেন। নিম্নে বাড়ি ভাড়া ভাতা ডেক্লারেশন ফর্মের ফরম্যাটের একটি লিঙ্ক দেওয়া হল।

ফর্ম ডাউনলোড লিঙ্কঃ ক্লিক করুন

Leave a Comment