পশ্চিমবঙ্গে ট্রাফিক আইনে বড় বদল! সমস্যায় পড়ার আগে অবশ্যই জেনে নিন

নতুন বছর পড়তে না পড়তেই পশ্চিমবঙ্গের ট্রাফিক আইনে (Traffic Rules) হতে চলেছে বড় বদল। ট্রাফিক আইন অমান্য করলে জরিমানা সংক্রান্ত বিষয়ে আরও কড়া হতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সম্প্রতি কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে এই নতুন নিয়ম লাগু করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই সেখানে নতুন নিয়ম লাগুর তোরজোড় শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্যান্য জেলাতেও এই নিয়ম চালু হতে চলেছে।

এখন প্রশ্ন হল, ট্রাফিক আইনের (Traffic Rules) এই বদলে সাধারণ মানুষের সুবিধা হবে নাকি অসুবিধা? শোনা যাচ্ছে, এই বদলে কিছু মানুষের যেমন সুবিধা হবে, তেমনই কিছু মানুষের সামান্য অসুবিধাও হতে পারে। রাজ্যের ট্রাফিক আইনে (West Bengal Traffic Rules) কী বদল হতে চলেছে তা জানার জন্য এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Traffic Rules Changed see new fines and rates

Traffic Rule Change in West Bengal

বর্তমানে ইউপিআইয়ের (UPI) মাধ্যমে অগুনতি মানুষ টাকা লেনদেন করে থাকেন। চা খাওয়া থেকে শুরু করে জামাকাপড় কেনা- সবকিছুই এখন অনলাইন পেমেন্টের মাধ্যমে হয়ে যায়। এবার ট্রাফিক আইন ভঙ্গ করলে জরিমানা দেওয়ার জন্যেও ইউপিআইয়ের ব্যবহার শুরু হতে চলেছে বলে খবর। ইউপিআই আইডি বসালে কিংবা QR Code স্ক্যান করলে চোখের নিমেষে এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়। অনলাইন এই লেনদেনের প্রক্রিয়া যেমন দ্রুত, তেমনই নিরাপদ। আর সেই কারণে ট্রাফিক আইনের (Traffic Rules) ক্ষেত্রেও এই ইউপিআই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)।

আরও পড়ুনঃ বইপ্রেমীদের জন্য সুখবর, বইমেলার জন্য বাড়ল মেট্রোর সংখ্যা! দেখে নিন প্রথম এবং শেষ ট্রেনের সময়

ট্রাফিক আইনে কী কী বদল এল? (Chances in Traffic Rules)

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে যদি ট্রাফিক আইন (Traffic Rules) অমান্য করা হয় তাহলে ইউপিআইয়ের (UPI) মাধ্যমে স্পট ফাইনের টাকা দিতে হবে। এখন ট্রাফিক আইন ভঙ্গ করলে ট্রাফিক সার্জেন্টরা এনআইসি ই-চালান এবং কেটিপি ই-চালানের ব্যবহার করে থাকে। এক্ষেত্রে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের দ্বারা ফাইনের অর্থ নেওয়া হয়। তবে এবার তার সঙ্গে ইউপিআই-ও যোগ করা হল।

গত বছর থেকেই ইউপিআইয়ের (UPI) সংযোজন করার দাবি উঠছিল। অবশেষে নতুন বছর পড়তেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল। জানা গিয়েছে, বর্তমানে লালবাজার এলাকায় এই নতুন নিয়ম শুরু করা হয়েছে। সেখানকার কয়েকজন ট্রাফিক সার্জেন্টকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে ইউপিআইয়ের মাধ্যমে তাঁরা জরিমানা গ্রহণ করছেন। যদি এই পদ্ধতি সফল হয় তাহলে গোটা রাজ্যে তা শুরু করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মুখে ফুটবে হাসি! হোমলোন নিয়ে বড় ঘোষণা করতে কোমর বাঁধছে কেন্দ্রীয় সরকার

নতুন নিয়মের সুবিধা (Benifits of New Traffic Rules You Must Know)

  1. ইউপিআইয়ের দ্বারা যেহেতু অনলাইনে লেনদেন হয় সেই জন্য নগদ বহন করার কোনও দরকার নেই। ফলে টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমবে।
  2. এই ব্যবস্থার মাধ্যমে সরাসরি ট্রাফিক গার্ডদের কাছে ফাইনের টাকা চলে যাবে। তাই টাকা চোট যাওয়ার সম্ভাবনা নেই।
  3. ইউপিআইয়ের মাধ্যমে জরিমানা দেওয়া হলে অনলাইনে রিসিপ্টের কপি পাওয়া যাবে।
  4. ইউপিআইয়ের মাধ্যমে অনলাইনে জরিমানা প্রদান করা হলে প্রত্যেক মাসে কতজন ব্যক্তি ট্রাফিক আইন অমান্য করেছেন তা সরকারের কাছে রেজিস্টার থাকবে।

নতুন নিয়মের অসুবিধা

ট্রাফিক আইনের এই নতুন নিয়মের যেমন একাধিক সুবিধা রয়েছে, তেমনই অসুবিধাও রয়েছে। কারণ এখনও এমন অনেক মানুষ আছেন যারা ইউপিআই ব্যবহার করেন না কিংবা ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে এই নতুন নিয়মের ফলে তাঁদের সমস্যা হতে পারে। তবে এখনও গোটা বাংলায় এই নিয়ম শুরু হয়নি। তাহলে এখনই এই নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু মনে করা হচ্ছে, আগামী দিনে সম্পূর্ণ রাজ্যে এই নিয়ম শুরু হতে পারে।

পশ্চিমবঙ্গ পুলিশের ট্রাফিক আইনের জন্য নির্ধারিত ফাইনের তালিকাঃ ফাইনের তালিকার লিঙ্ক

Leave a Comment