ষ্টার মার্কস গ্যারেন্টি! মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই মানতে হবে এই ১০টি টিপস

আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা জোরকদমে পরীক্ষার প্রস্তুতি চালাচ্ছেন। ইতিমধ্যেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ সবকিছু ঘোষণা হয়ে গিয়েছে।

প্রায় সকল মাধ্যমিক (Madhyamik Examination 2024) পরীক্ষার্থীর সিলেবাস শেষের পথে। কেউ কেউ হয়তো রিভিশনও শুরু করে দিয়েছে। পরীক্ষার এই আবহে তাই আজ মাধ্যমিকে (Madhyamik) ভালো রেজাল্ট কয়েকটি টিপস নিয়ে হাজির হয়েছি আমরা। কী কী করলে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করা যায় চলুন তাহলে সেই বিষয়ে একটা আন্দাজ করে নেওয়া যাক।

Madhyamik Exam Admit Card Distrubution Dates 2024

 

মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার টিপস (Tips to Follow for Best Result in Madhyamik Examination)

কমবেশি প্রত্যেক পরীক্ষার্থীই পরীক্ষায় ভালো ফলাফল করতে চান। তবে নানান কারণে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু রোজ যদি নিয়ম করে কয়েকটি টিপস মেনে চলা যায়, তাহলে কিন্তু WBBSE আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা যেতেই পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই টিপসগুলি।

আরও পড়ুনঃ বসতেই পারবে না মাধ্যমিক পরীক্ষায়! সকল পড়ুয়াদের ১০ তারিখের আগে করতে হবে এই কাজ

  1. প্রত্যেকটি পড়তে বসার আগে নির্দিষ্ট সময়সীমা ঠিক করে নেওয়া উচিত। রোজ কতটা পড়বেন সেই বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া ভালো।
  2. পরিকল্পনা করার পর একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে নেওয়া উচিত। এরপর সেই হিসেবে রোজ পড়তে বসা উচিত। আজ করবো কাল করবো ভেবে এই কাজ ফেলে রাখা উচিত না।
  3. একঘেয়ে কোনও কাজ করতেই মানুষের ভালোলাগে না। সেই কারণে পড়ার ফাঁকে মাঝেমধ্যে ছোট ছোট ব্রেক নেওয়া উচিত। ৫-১০ মিনিটের একটা ছোট্ট বিরতিতে একটা গান শুনে নিলে কিংবা একটু গল্প করে নিলে পড়ার এনার্জি আরও যেন বেড়ে যায়।
  4. শুধু বইয়ের মাধ্যমেই নয়, বর্তমানের প্রযুক্তিচালিত যুগে ইন্টারনেটের সাহায্য নিয়েও ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারেন।
  5. গ্রুপ স্টাডি তথা একত্রে পড়াশোনাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিনিস। একসঙ্গে পড়াশোনা করলে, একে অপরের ভাবনা জানলে লেখাপড়ার প্রতি আগ্রহ অনেকখানি বেড়ে যায়।
  6. লেখাপড়া বিষয়টিকে জটিল আঙ্গিকে না দেখে গল্পের মতো করে বোঝার চেষ্টা করা উচিত। তাহলে সিলেবাসের বাইরের বহু জিনিসও সহজে বুঝে নেওয়া যায়।
  7. লেখাপড়ার ক্ষেত্রে সময়ানুবর্তিতা অত্যন্ত জরুরি একটি বিষয়। তাই ছাত্রছাত্রীদের সঠিক সময়ে পড়তে বসাটা বেশ জরুরি।
  8. পড়ার সময় যদি কোনও বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য নিয়ে দ্বিধা বোধ করা উচিত নয়। বই কিংবা নোটস পড়ে অনেকসময় নিজে থেকে অনেক জিনিস বোঝা যায় না। তাই সেক্ষেত্রে টিচারের থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া উচিত।
  9. পরীক্ষার আগে নিজেকে সবসময় মানসিকভাবে প্রস্তুত রাখা উচিত। পরীক্ষার্থীকে মনে সাহস রাখতে হবে। দরকার হলে পরীক্ষার আগে মক টেস্ট নিয়ে নিজেকে তৈরি করতে হবে।
  10. পরীক্ষা এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নিজেকে সবসময় ইতিবাচক রাখতে হবে। মাথায় নেগেটিভ খেয়াল আসতে দেওয়া উচিত নয়। মনে রাখবেন, ইতিবাচক চিন্তাভাবনা করলে এবং ইতিবাচক থাকলে জীবনে নিশ্চয়ই উন্নতি হবে।

আরও পড়ুনঃ অ্যাপ্লাই করলেই মিলবে কমপক্ষে ১০০০০! এখনই আবেদন করা যাবে এই স্কলারশিপগুলির জন্য

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি অবধি। চলতি বছরের সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রইল বাংলাহান্টের অগ্রিম শুভেচ্ছা।

Leave a Comment