এবার বছরে দুবার হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! নতুন নিয়ম কেন্দ্রের, এই বছর থেকেই হবে চালু

এবার থেকে বছরে দু’বার করে হবে বোর্ডের পরীক্ষা (Board Exam)! সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পড়ুয়াদের বছরে দু’বার দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়ার বিকল্প প্রদান করা হবে। দেশের শিক্ষার্থীদের ওপর যাতে পড়াশোনার চাপ কমে, সেই কারণেই এই পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া ২০২০ সালে গৃহীত জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) মেনে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Education Minister)।

ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) জানিয়েছেন, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল। এদেশের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় উন্নতি করার যথেষ্ট সুযোগ পায়, সেই জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Education Minister) জানিয়েছেন। দশম এবং দ্বাদশ শ্রেণি, দুই ক্লাসেই বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়া হতে পারে।

Students giving Madhamik Exam 2024

বছরে দুই দফায় হবে বোর্ড পরীক্ষা!

গত বছর আগস্ট মাসে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক ঘোষণা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করার যথেষ্ট সময় এবং সুযোগ পায় সেটা সুনিশ্চিত করার জন্যই এক বছরে অন্তত দু’দফায় বোর্ড পরীক্ষা (Board Exam) নেওয়ার কথা ভাবা হয়েছিল। এই দু’টি পরীক্ষার মধ্যে পড়ুয়াদের যে পরীক্ষা ভালো হবে, সেই নম্বর প্রাপ্ত নম্বর হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুনঃ কবে প্রকাশ্যে আসবে ২০২৪ মাধ্যমিকের রেজাল্ট? সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা JEE-র ক্ষেত্রেও এক বছরে দু’দফায় পরীক্ষা নেওয়া হয়। ছাত্রছাত্রীরা যাতে একটা বছর নষ্ট হয়ে যাবে এই চিন্তায় না থাকে, সেই কারণে এই বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন একটা পরীক্ষা খারাপ হলে পরবর্তী পরীক্ষা পড়ুয়ারা ভালো করে দেওয়ার সুযোগ পাবেন। তেমনই ভালো রেজাল্ট করারও একটা বাড়তি সুযোগ মিলবে।

কবে থেকে শুরু হবে নতুন পদ্ধতি?

নয়া এই পদ্ধতিতে যদি কোনও শিক্ষার্থী মনে করে তাঁর প্রথম পরীক্ষা ভালো হয়েছে, সে যা নম্বর পেয়েছে তা ঠিক আছে, তাহলে তাঁকে দ্বিতীয়বার পরীক্ষায় বসার প্রয়োজন নেই। অর্থাৎ বছরে দু’দফায় পরীক্ষা হবে মানে দু’টি পরীক্ষাই ছাত্রছাত্রীদের দিতে হবে এমনটা নয়। জানা গিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের বছরে দু’বার বোর্ড পরীক্ষা দেওয়ার এই বিকল্প দেওয়া হবে।

আরও পড়ুনঃ স্টুডেন্টরা আবেদন করলেই পাবে ১৫০০০টাকা! কিভাবে অ্যাপ্লাই করবেন নতুন এই প্রাইভেট স্কলারশিপে?

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন যাতে জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে পড়ুয়াদের চাপমুক্ত রাখা যায়। সেই সঙ্গেই শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দিয়ে তাঁদের সমৃদ্ধ করার লক্ষ্যেও আমরা অবিচল। ভবিষ্যতের জন্য আমরা তাঁদের প্রস্তুত করতে চাই। এভাবেই ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করা সম্ভবপর হবে’।

Leave a Comment