মাধ্যমিকের পর আবেদন করলেই মিলবে ৬০,০০০ টাকা! রইল পশ্চিমবঙ্গের সেরা ৫ স্কলারশিপের তালিকা

ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে যাতে অর্থ বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফ থেকে একাধিক স্কলারশিপ (Scholarship) দেওয়া হয়ে থেকে। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা ২০২৪ শেষ হয়েছে ও উচমাধ্যমিক ২০২৪ চলছে। এই দুই পরীক্ষার পরেই পড়ুয়ারা নিজেদের পছন্দমত উচ্চশিক্ষার পথে বেছে নেয়।

উচ্চশিক্ষার জন্য দেশের কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে প্রায় ১০০ এরও বেশি স্কলারশিপ রয়েছে। যেগুলোর মাধ্যমে ১০০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে পড়ুয়ারা। আজ এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানাবো হবে এই প্রতিবেদনে। শেষে সমস্ত স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া রয়েছে।

State Govt Scholarships You Can Apply after Madhyamik

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship 2024) : মাধ্যমিক দেওয়ার আগে বা পরে যে কোনো শ্রেণীর ছাত্রছাত্রীরাই SVMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে শেষ পরীক্ষায় ৬০% নবম্ব্র পেয়ে থাকতে হবে। ইতিমধ্যেই এই স্কলারশিপের ফর্ম ফিলাপ চালু হয়েছে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship 2024) : পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। ঐক্যশ্রীর জন্য আবেদন করতে হলে পড়ুয়াকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। একই সাথে মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

আরও পড়ুনঃ সুখবর! শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, এখুনি করুন অ্যাপ্লাই

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship 2024) : রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই বৃত্তির জন্য আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও মাধ্যমিকে ৬৫% নম্বর পেয়ে পাশ করতে হবে। তাহলেই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে।

ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship 2024) : সংখ্যালঘু সম্প্রক্যায়ের ছাত্রীছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। এই বৃত্তের জন্য মাধ্যমিকের আগে বা পরে আবেদন করা যেতে পারে। যেকোনো কোর্স পড়ার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ আবেদন করলেই ১০,০০০! মাধ্যমিকের পর কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে? দেখুন তালিকা

ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship 2024): এটি মূলত একটি কেন্দ্রীয় সরকারের প্রদেয় স্কলারশিপ। মাধ্যমিকের আগে বা পরে পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। আবেদন করার জন্য শেষ পরীক্ষায় অন্তত ৬০% নম্বর সহ পাশ করে থাকতে হবে। তবে কোর্স অনুযায়ী আর্থিক অনুদান কম বেশি হবে।

এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বার্ষিক যায় ২.৫ লাখের অধিক হওয়া চলবে না। সমস্ত কিছু ঠিক থাকলে নূন্যতম ১০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায়। নিচে এই স্কলারশিপে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রইল।

স্কলারশিপের নাম (Scholarship Name)অফিসিয়াল ওয়েবসাইট (Official Website)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship)https://svmcm.wbhed.gov.in/
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)https://wbmdfcscholarship.in/
নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship)http://wbcmo.gov.in/donation.aspx
ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)https://oasis.gov.in/
ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship)https://scholarships.gov.in/

Leave a Comment