কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে না পশ্চিমবঙ্গের পড়ুয়ারা! কারণ চমকে দেওয়ার মত

শিক্ষার মাধ্যমে অশিক্ষার অন্ধকারকে দূর করা সম্ভব। তাই দেশের শিশুদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করতে এবং দেশের শিক্ষাব্যবস্থার ভিত আরও বেশি মজবুত করতে তাই PM Shri School প্রকল্প শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই স্কিমের দ্বারা গোটা দেশের ১৪ হাজার ৫০০টি স্কুল (School) আপডেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে ঘোষণাও ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন, PM Shri School প্রকল্পের অধীনে শিক্ষাব্যবস্থার আরও উন্নতি সাধন করা হবে। যাতে উপকৃত হবে অগুনতি শিশু। আর শিশুদের শিক্ষার ভিত যত পোক্ত হবে ততই আগামী দিনে দেশের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। কিন্তু এই প্রকল্প থেকেই বঞ্চিত হতে পারে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা!

পিএম শ্রী প্রকল্পের সুবিধা (Benifits of PM Shri Scheme)

শিক্ষাব্যবস্থার উন্নয়নের খাতিরে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। যার দ্বারা দেশের একাধিক স্কুল আপডেট করা হবে। এর ফলে সেখানে স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে অত্যাধুনিক গ্রন্থাগার, ল্যাব, বিভিন্ন সুবিধা সহ খেলার মাঠ পাবে শিক্ষার্থীরা। এই প্রকল্পে বলা হয়েছিল, দেশের প্রত্যেক ব্লকের আন্ডারে একটি করে পিএম শ্রী বিদ্যালয় থাকবে।

আরও পড়ুনঃ সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ABC Card! কীভাবে করবেন? ঝটপট দেখে নিন সেই পদ্ধতি

পিএম শ্রী প্রকল্প থেকে বঞ্চিত হতে পারে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা

তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার, কেরালা, দিল্লি, ওড়িশা সহ মোট ৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্প নিয়ে কেন্দ্রের সঙ্গে মউ সই করেনি। যদি MOU সাক্ষর না হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যের শিক্ষার্থীরাও পিএম শ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে।

ইতিমধ্যেই মোট ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল PM Shri School প্রকল্পের জন্য কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষর করে ফেলেছে। এই প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রীসভা PM School for Rising India নামের একটি স্কিম তৈরি করেছিলেন।

আরও পড়ুনঃ বিনামূল্যে পরীক্ষা প্রস্তুতি সাথে মিলবে ৩৬০০ টাকা, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

এই বিদ্যালয়গুলির দ্বারা ন্যাশানাল এডুকেশন পলিসি তথা জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করা হবে। শুধু তাই নয়, অন্যান্য স্কুলের কাছে এই বিদ্যালয়গুলিকে একটি মডেল হিসেবে স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্র, রাজ্য অথবা স্থানীয় সংস্থা দ্বারা পরিচালিত প্রায় সাড়ে চার হাজার বিদ্যালয়কে PM Shri School-এ রূপান্তর করবে বলে পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

1 thought on “কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে না পশ্চিমবঙ্গের পড়ুয়ারা! কারণ চমকে দেওয়ার মত”

Leave a Comment