একদশক পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! কি কি বদলাবে? বড় ঘোষণা শিক্ষা সংসদের

একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাসে আসতে চলেছে বিরাট বদল। প্রায় ১১ বছর পর উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস (Higher Secondary Syllabus) বদল হতে চলেছে। সেমেস্টার সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করা হচ্ছে পাঠ্যক্রমে। জানা গিয়েছে, চলতি মাসে তথা জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেয়ে যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। এরপর বদলে যাওয়া পাঠ্যসূচি এবং পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে মডেল প্রশ্নপত্র তৈরির লক্ষ্য রয়েছে সংসদের (WBCHSE)।

সম্প্রতি সিলেবাস বদল নিয়ে উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই সঙ্গে সাব কমিটি তৈরি করা হয়েছে। একটি-দু’টি নয়, বরং ৪৭টি বিষয়ের উচ্চমাধ্যমিকের  সিলেবাস পরিবর্তন (Syallabus Change) হতে চলেছে। সেই কারণে প্রত্যেকটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন সাব কমিটি তৈরি করা হয়েছে। দিন কয়েক আগে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে সেকথা জানিয়েছিলেন।

Higher Seconday Students

উচ্চমাধ্যমিক সিলেবাসে কী কী বদল হচ্ছে? (Higher Secondary Syllabus Changing)

জানা যাচ্ছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে বদল আনছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে যেমন GST যোগ হচ্ছে। সেই সঙ্গে বাদ পড়ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অন্যদিকে আবার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যোগ হচ্ছে আধুনিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। গণিতের ক্ষেত্রে আবার যুগের উপযোগী ঘটনা সম্পর্কিত অঙ্ক যোগ করা হচ্ছে।

আরও পড়ুনঃ ষ্টার মার্কস গ্যারেন্টি! মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই মানতে হবে এই ১০টি টিপস

কেন সিলেবাসে বদল আনা হচ্ছে? (Why HS Curriculum Changing?)

শোনা যাচ্ছে, বাস্তবমুখী বিষয়ে ছাত্রছাত্রীদের আরও বেশি ওয়াকিবহাল করার জন্য উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে এই বদল আনা হচ্ছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সাব কমিটিগুলি সিলেবাসে সংশোধন জমা দেওয়ার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য বিকাশ ভবনে পাঠানো হবে। এই বিষয়ে সংসদ সভাপতি বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই আমরা বিষয়গুলির রিভিউ করছি। যে সকল ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন আছে সেগুলি করা হচ্ছে। সেমেস্টার সিস্টেমে প্রশ্নপত্রের ধাঁচও বদল হচ্ছে’।

উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতেও আমূল বদল (Big Change in HS Exam System)

পাঠ্যক্রম, প্রশ্নপত্রের পাশাপাশি উচ্চমাধ্যমিকের পরীক্ষার পদ্ধতিতেও আমূল বদল আসতে চলেছে। সেমেস্টার সিস্টেম শুরু হতে চলেছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪টি সেমিস্টার নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। ক্লাস ইলেভেনে দু’টি এবং টুয়েলভে দু’টি পরীক্ষা হবে।

আরও পড়ুনঃ সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ABC Card! কীভাবে করবেন? ঝটপট দেখে নিন সেই পদ্ধতি

জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার MCQ তথা মাল্টিপল চয়েজ কোয়েশ্চেনের ওপর ভিত্তি করে হতে চলেছে। ওএমআর শিটে হবে সেই পরীক্ষা। তবে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমেস্টারে সংক্ষিপ্ত প্রশ্নের সঙ্গে বর্ণনাধর্মী প্রশ্নও থাকবে। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ২০২৬ সালের পরীক্ষার্থীরা নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক দেবেন। মার্চ মাসে হবে চতুর্থ তথা ফাইনাল সেমেস্টারের পরীক্ষা।

Leave a Comment