মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে বই খুলে পরীক্ষা! বিরাট ঘোষণা বোর্ডের, কবে থেকে চালু হবে নতুন নিয়ম?

স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বড় খবর। এবার নবম থেকে দ্বাদশ শ্রেণি অবধি ওপেন বুক পরীক্ষা (Open Book Exam) তথা বই খুলে পরীক্ষার কথা ঘোষণা করলো বোর্ড (Board)। এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের একাংশ বেশ খুশি হয়েছে। সেই সঙ্গেই কবে থেকে এই নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হবে সেই প্রশ্নও জেগেছে অনেকের মনে।

সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (Central Board of Secondary Education) তরফ থেকে জানানো হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণিতে এবার ওপেন বুক এক্সাম (Open Book Exam) পরিচালনা করা হবে। ২০২৪ সাল তথা এই বছরের নভেম্বর মাসে কয়েকটি বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজি, বিজ্ঞান, গণিত এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ইংরেজি, জীববিজ্ঞান, গণিত বিষয়ে বই খুলে পরীক্ষা নেওয়া হবে।

Indian school students

বই খুলে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করলো বোর্ড!

ওপেন বুক পরীক্ষার (OBE) ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় বইয়ের পাশাপাশি নোট সহ বেশ কিছু পড়াশোনার জিনিসপত্র বহন ও দেখার পারমিশন দেওয়া হয়। এক্ষেত্রে অনেকেই মনে করেন, ওপেন বুক পরীক্ষা দেওয়া হয়তো ভীষণ সহজ। তবে এমনটা কিন্তু নয়। কারণ এই পরীক্ষাগুলি হয়তো একটু বেশি কঠিন হয়! কারণ ওবিই পরীক্ষায় ছাত্রছাত্রীদের মুখস্থ করার ক্ষমতার মূল্যায়ন করা হয় না। বরং সংশ্লিষ্ট বিষয় একজন পড়ুয়া কতখানি বুঝেছে এবং তাঁর ব্যবহারিক জ্ঞানের মূল্যায়ন করা হয়।

আরও পড়ুনঃ এবছর মাধ্যমিক দেওয়া পরীক্ষার্থীদের জন্য দারুন সুখবর! সবাইকে টাকা দেওয়া হবে, ঘোষণা পর্ষদের

ওপেন বুক পরীক্ষা শুনে অনেক পড়ুয়াই ভাবেন হয়তো বই দেখে সম্পূর্ণ উত্তর লিখলেই পাশ হয়ে যাবে তাঁরা। তবে এমনটা কিন্তু হয় না। যে সকল ছাত্রছাত্রী বই থেকে দেখে উত্তর লেখে তাঁদের নম্বর দেওয়া হয় না! বরং উত্তরের মাধ্যমে যে পড়ুয়াদের বুদ্ধিমত্তা প্রতিফলিত হয়, তাঁদের নম্বর দেন পরীক্ষকরা। যেমন ছাত্রছাত্রীরা যদি নিজের উত্তরপত্রে বইয়ের প্যারাগ্রাফ লিখে দেয় তাহলে নম্বর দেওয়া হবে না। কিন্তু যদি সেখান থেকে বিষয়টি বুঝে নিজের মতো সাজিয়ে লেখা হয় তাহলে নম্বর দেন পরীক্ষকরা।

কবে থেকে শুরু হবে এই নতুন পদ্ধতি?

চলিতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে ওপেন বুক পরীক্ষার প্রথম ট্রায়ালের প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর বোর্ডের (CBSE) তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে সব বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ওপেন বুক এক্সাম নেওয়া হবে কিনা। এই পদ্ধতিতে ছাত্রছাত্রীর চিন্তার ক্ষমতা, বিশ্লেষণ, প্রয়োজন, সৃজনশীল  চিন্তা, সমস্যা সমাধানের ক্ষমতা সহ আরও নানান দিকের পরিচয় পাওয়া যায়।

আরও পড়ুনঃ এবার বছরে দুবার হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! নতুন নিয়ম কেন্দ্রের, এই বছর থেকেই হবে চালু

জানা যাচ্ছে, সিবিএসই জুন মাসের মধ্যে ওপেন বুক পরীক্ষার পাইলটের ডিজাইন এবং বিকাশ শেষ করার প্ল্যান করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয় এই নকশা তৈরি করবে। জানা যাচ্ছে, গভর্নিং বডির বৈঠমে ওপেন বুক পরীক্ষার জন্য বিশেষ ধরণের বই তৈরি করার কথা ভাবা হচ্ছে। পড়ুয়ারা যাতে এই নতুন ধরণের পরীক্ষা বুঝতে পারে তা নিশ্চিত করার জন্য নতুন ধরণের বইয়ের দরকার। এই নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

নতুন ধরণের বই আনবে বোর্ড!

বৈঠকে শিক্ষক-শিক্ষিকাদের জন্য আগে ওপেন বুক পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়। আগে শিক্ষকদের এই নতুন পদ্ধতির পরীক্ষা বুঝতে হবে। এর জন্য পড়াশোনার উপাদান তৈরি করতে সাহায্য করবে। সিবিএসই ওবিই পরীক্ষার ট্রায়াল পরিচালনা করবে। এই পরীক্ষায় বই, নোট দেখার অনুমতি দেওয়া হলেও, একজন শিক্ষার্থীর ব্যবহারিক জ্ঞান দেখে নম্বর দেওয়া হবে।

Leave a Comment