এক দশক পর বদলাচ্ছে ষষ্ট-অষ্টম শ্রেণির সিলেবাস! কী কী পরিবর্তন আসছে? নিজেই দেখে নিন

গত বছর ডিসেম্বর মাসেই জানা গিয়েছিল উচ্চমাধ্যমিকের সিলেবাস বদলের (Syllabus Change) কথা। এবার জানা গেল, পরিবর্তন হচ্ছে ষষ্ট থেকে অষ্টম শ্রেণির সিলেবাস। প্রায় ১২ বছর পর এই বদল আসতে চলেছে। জানা গিয়েছে, ছাত্রছাত্রীদের ভিত যাতে আরও বেশি মজবুত হয় সেই কারণে এই সিলেবাস (Syllabus) বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি এও শোনা যাচ্ছে, রাজ্যের পড়ুয়াদের বাস্তবমুখী শিক্ষা (Education) দেওয়ার উদ্দেশেও সিলেবাসে এই পরিবর্তন আনা হচ্ছে। আগামী জুন মাসের মধ্যেই ষষ্ট থেকে অষ্টম শ্রেণির নতুন সিলেবাস তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। সিলেবাসে এই পরিবর্তনের ফলে আদতে ছাত্রছাত্রীদেরই উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

West Bengal Students might not receive PM Shri Scheme Benifits

ষষ্ট থেকে অষ্টম শ্রেণির সিলেবাস বদল! (Class VI to VIII Syllabus Change)

বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ওপর ভিত্তি করে ষষ্ট থেকে অষ্টম শ্রেণির এই সিলেবাস বদল (Syllabus Change) করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে অমর্ত্য সেন সহ একাধিক গুণী ব্যক্তিত্বের মতামত নেওয়া হবে। রাজ্যের শিক্ষার্থীরা যাতে সঠিক বাস্তবমুখী শিক্ষায় (Education) শিক্ষিত হয় সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ কেউ ফেল করবে না, এবারের মাধ্যমিকে সবাই পাশ! কারণ জানলে অবাক হয়ে যাবেন

কোন কোন বিষয়ে বদল আনা হবে?

প্রকৃত শিক্ষাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করে। ষষ্ট থেকে অষ্টম শ্রেণির সিলেবাস বদল (Syllabus Change) প্রসঙ্গে সিলেবাস কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় জানান, ‘বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আমরা আলোচনা করেছি। তাঁদের বলেছি, কোন কোন জায়গায় বদলের দরকার সেই বিষয়ে যেন তাঁরা নিজেদের মতামত দেন’। কোন কোন বিষয়ের সিলেবাসে বদল আসতে চলেছে সেটা অবশ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ আবেদন করলেই মিলবে ১২০০০ টাকা! মাধ্যমিকের পরেই আবেদন করা যাবে এই ৩ স্কলারশিপে

প্রসঙ্গত, বহু বছর পর উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে পরিবর্তন আনা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষ থেকেই যাতে পড়ুয়ারা নতুন সিলেবাসে পঠনপাঠন করতে পারেন তার পরিকল্পনা করেছে উচ্চমাধ্যমিক সশিক্ষা সংসদ। জানা গিয়েছে, রাজ্যের কাছে প্রস্তাব পাঠাচ্ছে সংসদ। মোট ৪৭টি বিষয়ের সিলেবাস বদল হতে পারে বলে খবর।

Leave a Comment