নিয়ম না মানলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা! কোচিং সেন্টার নিয়ে ৫ নিয়ম জারি করল কেন্দ্র

আপনার কি কোচিং সেন্টার (Coaching Centre) আছে? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এবার কেন্দ্রের তরফ থেকে সকল কোচিং সেন্টারগুলির জন্য কয়েকটি গাইডলাইন (Coaching Centre Guidelines) বেঁধে দেওয়া হয়েছে! সেগুলি না মানতে গুনতে হবে জরিমানা! এবার থেকে কেন্দ্রের নির্ধারিত গাইডলাইন মেনেই কোচিং সেন্টারগুলি চালাতে হবে।

এই মুহূর্তে গোটা দেশে একাধিক কোচিং সেন্টার (Coaching Centre) রয়েছে। অগুনতি পড়ুয়া সেখানে ক্লাস করেন। এবার সেই কোচিং সেন্টারগুলির জন্য গাইডলাইন বেঁধে দিল কেন্দ্র (Central Government)। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের (Education Ministry) তরফ থেকে জারি করা হয়েছে এমনই একটি নির্দেশিকা। কী বলা হয়েছে সেখানে? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

New Coaching Class Rules

Education Ministry Announces New Guidelines for Coaching Centres

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের (Education Ministry) তরফ থেকে জারি করা নির্দেশিকায় কোচিং সেন্টার চালানোর জন্য ৫টি নির্দেশিকার (Coaching Centre Guidelines) কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম নির্দেশিকায় রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। প্রত্যেকটি কোচিং সেন্টারকে এবার রেজিস্ট্রেশনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করতে হবে। সেই জন্য তাদের একটি নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। সেই সঙ্গেই বলা হয়েছে। অনেকসময় একটি কোচিং সেন্টারের একাধিক ব্রাঞ্চ তথা শাখা থাকে। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি ব্রাঞ্চের আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করাতে হবে।

আরও পড়ুনঃ ফাঁকি মারা বন্ধ, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে চালু হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স! বড় সিদ্ধান্ত সরকারের

পড়ুয়াদের টিউশন ফি সংক্রান্ত গাইডলাইন (Tution Fee Rules)

কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে পড়ুয়াদের ফি নিয়ে নানান সময় অভিযোগ উঠতে দেখা যায়। এবার থেকে কোনও পড়ুয়া এবং তাঁর অভিভাবককে যাতে আর এই ধরণের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে গাইডলাইন জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে, ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কারণে কোর্সের ফি মানানসই রাখতে হবে। তবে ফি হিসেবে কত টাকা নেওয়া উচিত তা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি।

ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত গাইডলাইন (Coaching Admission Guidelines)

কোচিং সেন্টারগুলিকে এক্ষেত্রে সাফ বলা হয়েছে, ১৬ বছরের কম কোনও ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া যাবে না। শুধু তাই নয়, মাধ্যমিকের শংসাপত্র দেখেই ভর্তি নেওয়া হবে। এই নিয়মের অন্যথা হলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা।

আরও পড়ুনঃ দুয়ারে শিক্ষক! স্মার্ট পাঠ্যবইয়ে কোড স্ক্যান করেই অনলাইনে ক্লাস করতে পারবে ছাত্রছাত্রীরা

অভিযোগের জায়গা (Complain Redressal)

ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের সুবিধার জন্য সকল কোচিং সেন্টারে অভিযোগ জানানোর জায়গা রাখার কথা বলাহয়েছে। সেখানে পড়ুয়া এবং তাঁদের অভিভাবক থেকে শুরু করে কোচিং সেন্টারে কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা অভিযোগ জানাতে পারবেন। সেই সঙ্গেই এই গাইডলাইনে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগের অধিকারও প্রদান করা হয়েছে। অভিযোগ আসার ৩০ দিনের মধ্যে কমিটির মাধ্যমে সেই অভিযোগ সমাধান করার কথা বলা হয়েছে।

নিয়ম না মানলে কী হবে?

এখন প্রশ্ন উঠতেই পারে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বেঁধে দেওয়া এই গাইডলাইন না মানলে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে? সেক্ষেত্রে জানানো হয়েছে, যদি কোনও কোচিং সেন্টার এই গাইডলাইন না মেনে থাকেন তাহলে তাদের ২৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা অবধি জরিমানা কর হতে পারে।

Leave a Comment