ট্যাবের টাকা পেতেই পড়াশোনায় ইতি? পড়ুয়াদের উচিত শিক্ষা দিতে কড়া পদক্ষেপ নিচ্ছে শিক্ষা দফতর!

রাজ্যের শিক্ষার্থীদের সুবিধার জন্য সরকার কর্তৃক একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এমনই একটি স্কিম হল তরুণের স্বপ্ন (Taruner Swapna)। করোনাকালে উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় মোবাইল কিংবা ট্যাব (Tablet) কেনার জন্য এই প্রকল্পের আওতায় ১০,০০০ টাকা দেওয়া হয়েছিল সরারের তরফ থেকে।

রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই জন্যই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। তবে সম্প্রতি শিক্ষা দপ্তরের একটি পর্যবেক্ষণে দেখা গিয়েছে, বেশ কিছু ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পে ট্যাব কেনার টাকা পেলেও উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam 2024) পরীক্ষায় বসার আবেদন করছে না। এই বিষয়টি নজরে আসার পর স্কুলগুলিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর (Education Department)।

Indian Class 12 School Students

ট্যাবের টাকা পেয়েও উচ্চ মাধ্যমিকে বসছে না পড়ুয়ারা!

রাজ্য সরকারের (Government of West Bengal) থেকে ট্যাব কেনার টাকা পাওয়া সত্ত্বেও বেশ কিছু ছাত্রছাত্রীর পড়াশোনায় আগ্রহ কম থাকার দরুন উচ্চ মাধ্যমিক (HS Exam 2024) পরীক্ষায় বসার জন্য আবেদন করছেন না। শুধু তাই নয়, শোনা যাচ্ছে ট্যাবের (Tablet) টাকা পাওয়ার জন্য কেবলমাত্র উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিল তাঁরা। এখন সেই টাকা পেয়ে যাওয়ায় মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছে তাঁরা।

আরও পড়ুনঃ দুয়ারে শিক্ষক! স্মার্ট পাঠ্যবইয়ে কোড স্ক্যান করেই অনলাইনে ক্লাস করতে পারবে ছাত্রছাত্রীরা

জানা গিয়েছে, শিক্ষা দফতরের (Education Department) তরফ থেকে এবার বিদ্যালয়গুলির কাছে জানতে চাওয়া হয়েছে, কতজন পড়ুয়া ট্যাবের টাকা পাওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে না। এই তথ্য পাওয়ার পর এই বিষয়ে শিক্ষা দফতরের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে খবর।

শিক্ষক সমাজ কী বলছে?

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতিত কার্যকরী সভাপতি বিজন সরকার এই প্রসঙ্গে বলেন, শিক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে সর্বদা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। তাঁর কথায়, তরুণের স্বপ্ন প্রকল্প একটা বিশেষ সময়ে শুরু হয়েছিল, তবে আচমকা সেই প্রকল্প বন্ধ করে দেওয়া একেবারেই যুক্তিযুক্ত হবে না।

আরও পড়ুনঃ একদশক পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! কি কি বদলাবে? বড় ঘোষণা শিক্ষা সংসদের

করোনা পরবর্তী সময়ে ভারত সহ সমগ্র বিশ্বের পড়াশোনা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। কোনও নিম্নবিত্ত কিংবা প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রী যাঁদের হয়তো ট্যাব কেনার সামর্থ্য নেই, তাঁরা সরকারের দেওয়া অর্থে ট্যাব কিনে বড় কোনও পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারবে। প্রযুক্তিই ছাত্রছাত্রীদের সেই জায়গাটা করে দেবে। যদি বিষয়টিকে এভাবে দেখা হয় তাহলে এই প্রকল্পটিকেও যুক্তিযুক্ত মনে হবে।

Leave a Comment