পিছিয়ে গেল পরীক্ষা! ২০২৫-এ কবে শুরু হবে মাধ্যমিক? দিনক্ষণ ঘোষণা করলেন ব্রাত্য বসু

সদ্য শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই বছরের মাধ্যমিক, চলেছে ১২ ফেব্রুয়ারি অবধি। এখন উচ্চমাধ্যমিক শুরু হওয়ার পালা। দুরু দুরু বুকে প্রত্যেক পরীক্ষার্থীই প্রথম পরীক্ষা দেওয়ার অপেক্ষায় রয়েছেন। এর মাঝেই ২০২৫ মাধ্যমিক (Madhyamik Pariksha 2025) শুরুর দিনক্ষণ ঘোষণা করলেন ব্রাত্য বসু।

২০২৪ মাধ্যমিকের (Madhyamik) রেশ কাটতে না কাটতেই আগামী বছর পরীক্ষা শুরুর দিনক্ষণ ঘোষিত হয়ে গেল। অনেকে ভাবতেই পারেননি, এত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে? কত তারিখ অবধি চলবে? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Madhyamik Exam Admit Card Distrubution Dates 2024

২০২৫ মাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা! (Madhyamik Pariksha 2025 Schedule)

আপনার সন্তান কি আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসবে? তাহলে দেরি না করে দেখে নিন কবে থেকে শুরু হবে ২০২৫ মাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে মাধ্যমিক। চলবে ২৮ ফেব্রুয়ারি অবধি। অর্থাৎ এই বছরের তুলনায় দেরিতে শুরু হবে আগামী বছরের পরীক্ষা।

আরও পড়ুনঃ এক দশক পর বদলাচ্ছে ষষ্ট-অষ্টম শ্রেণির সিলেবাস! কী কী পরিবর্তন আসছে? নিজেই দেখে নিন

কবে কবে পরীক্ষা হবে?

চলতি বছর একাধিক সুরক্ষা পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে ঘটনা ঘটেছে তা নিয়েও মুখ খোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister)। ব্রাত্য বসু বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হওয়ার এই কাজ করছে বাইরের একটি বড় চক্র। মূলত মালদায় এটি সক্রিয়’। যাই হোক, আগামী বছর কোন কোন দিন মাধ্যমিক পরীক্ষা আছে তা নিম্নে টেবিল আকারে তুলে ধরা হল।

আরও পড়ুনঃ কেউ ফেল করবে না, এবারের মাধ্যমিকে সবাই পাশ! কারণ জানলে অবাক হয়ে যাবেন

২০২৪ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে কবে? (Madhyamik Pariksha 2024 Result)

ব্রাত্য বসু আরও বলেছেন, গত বছরের নিরিখে চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগামী মে মাসে ২০২৪ মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Result 2024) প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। অফিশিয়াল ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। ফলাফল জানার জন্য পরীক্ষার্থীর জন্ম তারিখ এবং রোল নম্বর লাগবে।  

Leave a Comment