অ্যাপ্লাই করলেই মিলবে কমপক্ষে ১০০০০! এখনই আবেদন করা যাবে এই স্কলারশিপগুলির জন্য

মেধার পথে যেন বাধা না হয়ে দাঁড়ায় অর্থাভাব। দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে সেই জন্য চালু করা হয়েছে একাধিক সরকারি-বেসরকারি স্কলারশিপ (Scholarship)। ইতিমধ্যেই একাধিক স্কলারশিপের আবেদন প্রক্রিয়াও (Scholarship Application) শুরু হয়ে গিয়েছে। চলতি ডিসেম্বর মাসে কোন কোন স্কলারশিপে আবেদন চলছে তা আজকের প্রতিবেদনে তুলে ধরা হল। সেই সঙ্গেই জানানো হল আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে।

ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে নির্বিঘ্নে চলতে থাকে তার জন্য রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার একাধিক স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়াও দেশের বেশ কিছু প্রাইভেট সংস্থার তরফ থেকেও স্কলারশিপ প্রদান করা হয়। কোন সময় কোন স্কলারশিপে আবেদন করা যাবে ও তার যোগ্যতা কি হতে হবে জানা থাকলে সহজেই অ্যাপ্লাই করা যায়। তাই চলুন দেখে নেওয়া যাক বর্তমানে আবেদন করার মত স্কলারশিপগুলির তালিকা।

ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপ, সরকারি ও বেসরকারি স্কলারশিপ : Scholarship for Higher Education

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship)

রাজ্যের পড়ুয়াদের মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ভীষণ জনপ্রিয়। সরকারি এই স্কলারশিপে আবেদন করতে গেলে পড়ুয়াদের শেষ পরীক্ষায় ৬০% নম্বর থাকতে হয়। যদি নির্বাচিত হয় তাহলে বার্ষিক ১২ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে পড়ুয়ারা। এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন এবং রিনিউয়াল দু’টিই খোলা রয়েছে। তাই যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও করে ফেলতে পারো।

নবান্ন স্কলারশিপ / উত্তরকন্যা স্কলারশিপ (Nabanna Scholarship)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৃত্তির সূচনা করেছেন। এটিও পড়ুয়াদের মধ্যে বেশ জনপ্রিয়। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে পড়ুয়াদের শেষ পরীক্ষায় ৫০%-৬০% নম্বর থাকতে হয়। যদি নির্বাচিত হয় তাহলে বার্ষিক ১০ হাজার টাকা করে দেওয়া হবে। জানিয়ে রাখি, আগে অফলাইন পদ্ধতিতে এই স্কলারশিপের জন্য আবেদন করা হতো। তবে এখন সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে হয়।

আরও পড়ুনঃ ৮০০০ টাকা সঙ্গে বিনামূল্যে কোর্স! কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা কারা পাবেন? 

কেন্দ্রীয় সরকারের ন্যাশানাল স্কলারশিপ (National Scholarship)

বলে রাখি, ‘ন্যাশানাল স্কলারশিপ’ কোনও একটি বৃত্তি নয়। বরং কেন্দ্রীয় সরকারের যাবতীয় বৃত্তি এই এনএসপি পোর্টালের আওতার অন্তর্ভুক্ত। তবে পড়ুয়ারা এককালীন একটি বৃত্তিই পাবে। এই স্কলারশিপে আবেদনকারীকে ১০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)

SC, ST, OBC পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওয়েসিস স্কলারশিপ চালু করা হয়। পাশ নম্বর থাকলেই এই বৃত্তির জন্য আবেদন করা যাবে। তবে, এই স্কলারশিপের আবেদনে করলে পড়ুয়ারা নিজেদের কোর্স হিসেবে টাকা পাবে। যদি কোনো কোর্সের খরচ কম হয় সেক্ষেত্রে টাকার অঙ্ক কম হবে, একইভাবে দামি কোর্স ভর্তি হলে টাকার অঙ্ক বেশি হবে।

ঐক্যশী স্কলারশিপ (Aikyashree Scholarship)

পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যালঘু (মুসলিম, বৌদ্ধ, খিস্ট, জৈন) পড়ুয়া রয়েছে। তাঁদের কথা মাথায় রেখে এই স্কলারশিপ চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০% নম্বর থাকলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ১০৫০০ টাকা পর্যন্ত পেতে পারে।

SBI স্কলারশিপ (SBI Scholarship)

দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক হল এসবিআই। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের তরফ থেকে ষষ্ট থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত পড়ুয়াদের বার্ষিক ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। পূর্ববর্তী পরীক্ষায় ৭৫% নম্বর থাকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।

TATA স্কলারশিপ (TATA Scholarship)

দেশের বৃহত্তম প্রাইভেট সংস্থার মধ্যে অন্যতম টাটা গ্রুপের তরফ থেকেও দুঃস্থ মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ করার পর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত হলে বছর ১৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবে তাঁরা।

1 thought on “অ্যাপ্লাই করলেই মিলবে কমপক্ষে ১০০০০! এখনই আবেদন করা যাবে এই স্কলারশিপগুলির জন্য”

Leave a Comment