প্রতিবছর ৬০০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ঘোষণায় আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

রাজ্যবাসীর পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তেরো থেকে তিরাশি, প্রায় সকলের কল্যাণের কথা মাথায় রেখে কোনও না কোনও উদ্যোগ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee)। যার ফলে উপকৃত হয়েছেন অগুনতি মানুষ।

আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে যেমন সরকারের তরফ থেকে বেশ কিছু বৃত্তি (Scholarship) চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। যার মধ্যে একটি হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM Scholarship) । সম্প্রতি লোকসভা ভোটের আবহে এই বৃত্তি নিয়েই একটি বড় ঘোষণা করা হল। যা শোনার পর মুখে হাসি ফুটেছে বহু পড়ুয়ার।

SVMCM Scholarship Portal

Big Annoucement on Swami Vivekananda Merit Cum Scholarship

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship) পশ্চিমবঙ্গের পড়ুয়াদের মধ্যে বেশ জনপ্রিয়। একাদশ থেকে স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা এই বৃত্তির সুবিধা পাওয়া যোগ্য। SVMCM স্কলারশিপে বাৎসরিক ১২,০০০-৬০,০০০ টাকা দেওয়া হয়। সম্প্রতি এই বৃত্তি নিয়েই একটি বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। জানা গিয়েছে, এই খাতে এবার ১৫০০ কোটি টাকা খরচ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দারুণ সুখবর, বেড়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের সময়! দেখুন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট

বাড়বে SVMCM স্কলারশিপে আবেদনকারীর সংখ্যা

শোনা যাচ্ছে, চলতি বছর SVMCM স্কলারশিপ (SVMCM Scholarship) দু’টি বিভাগে দেওয়া হচ্ছে। নতুন আবেদন এবং পুনর্নবীকরণ বিভাগে অ্যাপ্লাই করা যাচ্ছে। উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের পাশাপাশি জেনারেল ডিগ্রি কলেজ, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিকের ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের মতে, শীঘ্রই বিশ্ববিদ্যালয়গুলির ফলপ্রকাশ করা হবে। আর তারপরেই হু হু করে আবেদন জমা পড়তে থাকবে।

আরও পড়ুনঃ উচ্চশিক্ষার পথে বাঁধা হবে না অর্থ, মোটা টাকার এই স্কলারশিপে আবেদন করলেই হবে মুশকিল আসান

আগে SVMCM স্কলারশিপে আবেদন করতে গেলে পূর্ববর্তী পরীক্ষায় পড়ুয়ার ৭৫% নম্বর থাকতে হতো। তবে এর ফলে বহু দুঃস্থ, মেধাবী ছাত্রছাত্রী এই বৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ। সেই কারণে বছর দুয়েক আগে সেই নম্বরের যোগ্যতা মান কমানো হয়। বর্তমানে ৬০% নম্বর থাকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। এই সিদ্ধান্তের পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের সংখ্যাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই স্কলারশিপে আবেদনকারীর সংখ্যা প্রায় ৮ লাখ অতিক্রম করে গিয়েছে বলে খবর।

Leave a Comment