সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ABC Card! কীভাবে করবেন? ঝটপট দেখে নিন সেই পদ্ধতি

আপনি কি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? তাহলে দেরি না করে এখুনি বানিয়ে ফেলুন ABC ID Card। সম্প্রতি UGC তথা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে উচ্চশিক্ষার পড়ুয়াদের জন্য এই কার্ড বাধ্যতামূলক জানানো হয়েছে। সেই জন্য একটি নতুন পোর্টাল খোলা হয়েছে। যা কিনা উচ্চশিক্ষার পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে অনেকাংশে সাহায্য করবে। এই ABC ID Card কী? কীভাবে বানাবেন? আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

ABC Card কী?

ABC ID Card-এর ফুল ফর্ম হল অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডেনটিটি কার্ড। UGC কর্তৃক সম্প্রতি এই কার্ডটি উচ্চশিক্ষার শিক্ষার্থীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। বলে রাখি, ABC ID Card একটি জাতীয় স্তরের পরিষেবা। এর মধ্যে উচ্চশিক্ষার শিক্ষার্থীদের পড়াশোনা সম্বন্ধিত সকল তথ্য থাকবে।

Credit Bank for Students ABC Card

সেই কারণে কোনও পড়ুয়া যদি মাঝপথে কোর্স ছাড়তে বাধ্য হন, সেক্ষেত্রে তাঁকে শুরু থেকে পড়াশোনা আরম্ভ করতে হবে না। বরং যেখান থেকে তিনি ছেড়েছিলেন সেখান থেকে শুরু করলেই হবে। শুধু এটুকুই নয়, পড়ুয়ারা চাইলে বিষয়ও বদল করতে পারবেন। সেটা করতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে Digilocker কিংবা abc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ ভুল অ্যাকাউন্টে ঢুকছে ট্যাবের টাকা, পরীক্ষার আগে সমস্যার মুখে শিক্ষার্থীরা!

এবিসি পোর্টালের কাজ কী?

উচ্চশিক্ষার পড়ুয়াদের যেমন ABC ID Card করতে হবে, তেমনই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ABC পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে। সেই সঙ্গেই এই ABC পোর্টালের দ্বারা পড়ুয়াদের পড়াশোনা সম্বন্ধিত অ্যাকাউন্ট খোলা এবং বন্ধ করা, বৈধতা প্রদান করা, ক্রেডিট সঞ্চয়, ক্রেডিট যাচাই, ক্রেডিট ছাড় এবং ক্রেডিট স্থানান্তকরণের কাজেও ব্যবহৃত হবে।

ABC ID Card কীভাবে বানাবেন?

ABC ID Card বানানোর তিনটি ভিন্ন পদ্ধতি আছে। ABC পোর্টাল, UMANG পোর্টাল এবং Digilocker পোর্টালের মাধ্যমে আপনি এই কার্ড বানাতে পারেন। হাতে শুধু একটা মোবাইল ফোন থাকলেই হবে। কীভাবে কী করতে হবে সেই পদ্ধতি নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে abc.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর ‘মাই অ্যাকাউন্ট’ সেকশন থেকে ‘স্টুডেন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
  3. Digilocker-এ লগ ইন করতে হবে। যদি এখানে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আগে ‘সাইন আপ’এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. এরপর লগ ইন করে কলেজ/বিশ্ববিদ্যালয়, অ্যাডমিশনের বছর, আইডেনটিটি টাইপ এগুলো সিলেক্ট করতে হবে।
  5. সব কিছু হয়ে যাওয়ার পর সাবমিট করতে হবে।

আরও পড়ুনঃ বিনামূল্যে পরীক্ষা প্রস্তুতি সাথে মিলবে ৩৬০০ টাকা, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

এবিসি কার্ড ডাউনলোড করার পদ্ধতি (How to download ABC Card)

ABC ID Card বানানো সম্পূর্ণ হওয়ার পর আপনি ১২ সংখ্যার একটি আইডি পাবেন। সেটিকে কীভাবে PDF হিসেবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে আপনাকে digilocker.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. লগ ইন করতে হবে।
  3. এরপর ‘ইস্যুড ডকুমেন্টস’ সেকশনে গিয়ে ‘গেট মোর ইস্যুড ডকুমেন্টস’এ ক্লিক করতে হবে।
  4. সেখানে গিয়ে ABC লিখে যদি সার্চ করেন তাহলে আপনার সামনে ABC ID Card লেখা ফুটে উঠবে।
  5. এরপর এই ABC ID Card অপশনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে জমা দিতে হবে।
  6. সব কিছু হয়ে যাওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার ABC ID Card পেয়ে যাবেন।

জানিয়ে রাখি, ABC ID Card বানানোর খবর সামনে আসার পর অনেকের মনেই এটা বানাতে কোনও টাকা লাগবে কিনা এই প্রশ্ন জেগেছে। তাই বলে রাখি, ABC ID Card বানাতে কোনও অর্থ লাগে না। সম্পূর্ণ ফ্রি-তে এটা বানাতে পারবেন।

2 thoughts on “সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ABC Card! কীভাবে করবেন? ঝটপট দেখে নিন সেই পদ্ধতি”

Leave a Comment