পরীক্ষার আগেই বড় ঘোষণা, বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের খাতা চেকিংয়ের পদ্ধতি! সুবিধা হল না অসুবিধা?

চলতি বছরের উচ্চমাধ্যমিক (HS Exam 2024) শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। তবে তার আগে পরীক্ষার নম্বর জমা দেওয়ার পদ্ধতি বদল করা হল। আগের নম্বর জমা দেওয়ার (Marks Submission) সম্পূর্ণ পদ্ধতি ম্যানুয়ালি করা হতো। যে কারণে নম্বরে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকে যেত। তাই চলতি বছরের পরীক্ষা শুরুর আগে নম্বর জমা দেওয়ার পদ্ধতি বদলের সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)

HS Exam 2024 Marks Digital Submission

আগের পদ্ধতিতে নম্বর ফয়েলের হার্ড কপিতে পড়ুয়ার প্রাপ্ত নম্বর লিখে তাতে থাকা OMR শিটে নম্বর চিহ্নিত করে শিক্ষক-পরীক্ষকরা প্রধান পরীক্ষকদের কাছে জমা দিতেন। এরপর প্রধান পরীক্ষকরা তা যাচাই করতেন। যাচাই হয়ে যাওয়ার পর সংসদের (WBCHSE) আঞ্চলিক অফিসে তা পাঠানো হতো। এরপর সেখান থেকে তা পাঠানো হতো সংসদের হেড অফিসে। এরপর পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সার্ভারে আপলোড করে দেওয়া হতো।

Exam Answersheet Checking

ম্যানুয়াল এই পদ্ধতি সম্পূর্ণ হতে অনেকটা সময় লাগতো। কারণ শিক্ষক-পরীক্ষকদের নম্বর ফয়েল হাতে লিখতে হতো। শুধু তাই নয়, OMR শিট স্ক্যান করতে গিয়েও ভুল ত্রুটি হওয়ার একটা সম্ভাবনা থেকে যেত। কিন্তু নতুন পদ্ধতিতে সেই সম্ভাবনা যেমন কমবে, তেমনই প্রক্রিয়াটি সম্পন্ন হতেও কম সময় লাগবে।

আরও পড়ুনঃ নিয়ম না মানলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা! কোচিং সেন্টার নিয়ে ৫ নিয়ম জারি করল কেন্দ্র

এখন কীভাবে নম্বর জমা দেওয়া হবে? (How Digital Marks Submission Works)

আগে ম্যানুয়ালি করা হলেও, এখন উচ্চমাধ্যমিকের (HS Exam 2024) নম্বর অনলাইনে জমা দেওয়া হবে। পরীক্ষকরা নিজেদের বাড়ি বসেই এই কাজ করতে পারবেন। এর জন্য প্রথমে তাঁদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। এরপর তাঁরা দেখতে পাবেন তাঁদের অধীনে মোট কতগুলি উত্তরপত্র রয়েছে।

শুধু তাই নয়, সেখানেই মার্কস ফয়েলের ডিজিটাল সংস্করণও থাকবে। পাশাপাশি পড়ুয়াদের নাম এবং রোল নম্বরও দেওয়া থাকবে। ফলে শুধুমাত্র শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সেখানে বসাতে হবে। নম্বর বসাতে গিয়ে কোনও প্রকার ভুলত্রুটি হলে তা এডিট করার অপশনও থাকবে বলে জানা গিয়েছে। নম্বর জমা দেওয়ার নতুন এই পদ্ধতিতে শিক্ষক-পরীক্ষকদের নিজের হাতে নম্বর ফয়েল লিখতে হবে না। ফলে অনেকটা সময় বাঁচবে। সেই সঙ্গেই মার্কস ফয়েলের ডিজিটাল সংস্করণ ওয়েবসাইটে থাকায় ভুলত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে।

আরও পড়ুনঃ ফাঁকি মারা বন্ধ, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে চালু হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স! বড় সিদ্ধান্ত সরকারের

সব মিলিয়ে, নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে যাবে। যার ফলে পরীক্ষকদের পাশাপাশি লাভবান হবে ছাত্রছাত্রীরাও। কারণ ভুলত্রুটি কম হওয়ার দরুন সঠিক নম্বর বসিয়ে কম সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে পারবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি, চলবে ২৯ ফেব্রুয়ারি অবধি। নম্বর জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ মার্চ।

Leave a Comment