উচ্চমাধ্যমিক শুরুর আগেই বড় খবর! বদলে গেল এই নিয়ম, পরীক্ষার্থীদের সুবিধা হবে নাকি অসুবিধা?

পড়ুয়াদের জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় উচ্চমাধ্যমিককে (HS Exam)। এই পরীক্ষায় পাশ করার পরেই স্কুলের গণ্ডি টপকে কলেজে ভর্তি হয় ছাত্রছাত্রীরা। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024)। তার আগেই সামনে এল একটি বড় খবর।

সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যাপক উন্নতি হয়েছে। যে কারণে বদল এসেছে একাধিক ক্ষেত্রে। চাকরি থেকে শুরু করে পড়াশোনা, প্রায় সবকিছুই এখন অনেক বেশি প্রযুক্তিনির্ভর হয়ে গিয়েছে। ঠিক যেমন এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam) ক্ষেত্রে একটি বড় বদল আসতে চলেছে। কী সেই বদল? এর ফলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে নাকি অসুবিধা? চলুন জেনে নেওয়া যাক।

HS Exam New Rule

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড় পরিবর্তন! (HS Exam New Rule)

২০২৪ উচ্চমাধ্যমিক (HS Exam 2024) শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে পাওয়া গেল একটি বড় আপডেট। জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে ওয়েবেলকে একটি ওয়েবসাইট তৈরি করতে বলা হয়েছে। আশা করা হচ্ছে, এই ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে।

আরও পড়ুনঃ পরীক্ষার আগেই বড় ঘোষণা, বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের খাতা চেকিংয়ের পদ্ধতি! সুবিধা হল না অসুবিধা?

কী বদল আনা হচ্ছে?

জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে যে বদল আনা হচ্ছে সেই বদল অনুসারে, আগে ছাত্রছাত্রীদের খাতা দেখার পর শিক্ষক/শিক্ষিকারা ট্যাবুলেশন শিটে প্রাপ্ত নম্বর লিখে তা বোর্ডের কাছে পাঠাতেন। তবে এবার এই ট্যাবুলেশন শিটের গুরুত্ব একপ্রকার শেষ হতে চলেছে। কারণ এবার সম্পূর্ণ বিষয়টা ডিজিটালি হবে। শিক্ষক/শিক্ষিকারা পরীক্ষার্থীর খাতা দেখার পর সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রোল নম্বর এবং প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে আপলোড করে দেবেন।

এই পরিবর্তনের ফলে একদিকে যেমন নম্বর নিয়ে নাআনান বিভ্রান্তি দূর হবে। তেমনই সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটালি সম্পন্ন হবে। সেক্ষেত্রে একজন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তা এক ক্লিকে জেনে নেওয়া যাবে। শুধু তাই নয়, এই প্রক্রিয়া চালু হলে প্রায় তিন দশক পুরনো উচ্চমাধ্যমিকের শংসাপত্রও অনলাইনে উপলব্ধ হবে। ১৯৭৮ সালের পর থেকে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার শংসাপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বদলে গেল উচ্চমাধ্যমিকের সময়সূচি! পরীক্ষার্থীদের জন্য জারি হল নতুন রুটিন

কবে থেকে চালু হবে নতুন ব্যবস্থা?

নতুন ব্যবস্থা ২০২৪ উচ্চমাধ্যমিক থেকে শুরু হবে কিনা তা নিয়ে খানিক সংশয় আছে। কারণ ওয়েবেলকে এই ওয়েবসাইট বানানোর জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ৬ মাস সময় দেওয়া হয়েছে। তাই অনুমান করা হচ্ছে, চলতি বছর হয়তো আগের মতো ট্যাবুলেশন শিট ব্যবহার করে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। তবে নতুন ব্যবস্থা শুরু হওয়ার পর ছাত্রছাত্রীদের যে অনেকটা সুবিধা হবে তা বোঝাই যাচ্ছে।

Leave a Comment