উচ্চমাধ্যমিকের সেমিস্টার! কবে থেকে চালু নতুন নিয়ম? বড় আপডেট দিল বিকাশ ভবন

বহু বছর পর বদলাতে চলেছে উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যক্রম। অনেকদিন আগেই জানা গিয়েছিল একথা। আগের সিলেবাস বদলে এবার উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার লেভেলের (HS Semester Exam) পাঠ্যক্রম শুরু হতে চলেছে। এবার এই নিয়েই সামনে এল একটি বড় আপডেট। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) এই সিদ্ধান্তে সম্মতি দিল বিকাশ ভবন।

উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস (HS Syllabus) পরিবর্তনের প্রসঙ্গে প্রথম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোলা হয়েছিল। এবার বিকাশ ভবনের (Bikash Bhawan) তরফ থেকে সেই সিদ্ধান্ত সম্মতি প্রদান করা হল। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এই প্রসঙ্গে বলেন, অনেকদিন ধরেই উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস বদলের দাবি তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Higher Secondary Exam Pattern will be changed to Semister Very Soon

উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস কবে থেকে শুরু হবে?

সবকিছু যদি ঠিক থাকে তাহলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সেমিস্টার পদ্ধতিতে (Semester System) পড়াশোনা করবে। অনুমান করা হচ্ছে, আসন্ন বছর থেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমিস্টারের মতো নিয়ম করে বছরে দু’টি করে মোট চারটি পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুনঃ এক দশক পর বদলাচ্ছে ষষ্ট-অষ্টম শ্রেণির সিলেবাস! কী কী পরিবর্তন আসছে? নিজেই দেখে নিন

উচ্চ মাধ্যমিকে সেমিস্টারের পাঠ্যক্রম কেমন হবে?

এখন প্রশ্ন হল, সেমিস্টার পদ্ধতির পাঠ্যক্রম (HS Semester Exam) কেমন হবে? আসন্ন বছরে উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতির পাঠ্যক্রম কেমন হবে সেই প্রসঙ্গে বিকাশ ভবনে (Bikash Bhawan) পরিকল্পনা জমা দেওয়া হয়েছে। বিকাশ ভবনের তরফ থেকে নতুন পাঠ্যক্রম পরিবেশনে সম্মতি জানানো হয়েছে। জানা যাচ্ছে, নির্বাচনের আগে রাজ্য বিধানসভায় বাজেট পরিবেশন শেষ হলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ SC, ST, OBC থেকে জেনারেল, সবাই পাবে সুবিধা! যোগ্যশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে আসন্ন বছর থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা। প্রসঙ্গত, সেমিস্টারের বিজ্ঞপ্তি যদি পেশ হয়, তাহলে চলতি বছরের নভেম্বর মাসে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার হবে। ২০২৫ সালের মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার। অপরদিকে আগামী বছর মার্চ মাসে দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার এবং ২০২৬ সালের মার্চ মাসে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল পোর্টালঃ ক্লিক করুন

Leave a Comment