আর টুকলি করতে পারবে না কেউ! JEE-তে বাড়ল কড়াকড়ি, পরীক্ষার আগে প্রকাশ্যে নতুন নিয়ম

প্রত্যেক বছর লক্ষাধিক ছাত্রছাত্রী জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance Examination) পরীক্ষায় বসেন। এবার সেই JEE Main পরীক্ষা নিয়ে কড়াকড়ি বেশ বাড়িয়ে দিল ন্যাশানাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এবার যে পড়ুয়ারা এই পরীক্ষা দেবে তাঁদের বায়োমেট্রিকে হাজিরা হবে। শুধু তাই নয়, পরীক্ষার পবিত্রতা রক্ষা করার জন্য এবং পড়ুয়াদের প্রতি ন্যায়বিচারের জন্য আরও একটি নতুন নির্দেশ দিয়েছে NTA।

এই প্রবেশিকা পরীক্ষার দ্বারা IIT, NIT সহ কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া যায়। এবার জেইই মেন আয়োজিত হতে চলেছে ছত্তিশগড়ের বস্তার এবন মেঘালয়ের তুরায়। অন্যান্যবারের মতো এই বারও কম্পিউটার বেসড পরীক্ষাই নেবে NTA। তবে এবারের পরীক্ষায় বেশ কিছু কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে ন্যাশানাল টেস্টিং এজেন্সি।

JEE Mains Exam

New JEE Rules 2024 by NTA

এই প্রথম JEE Main-এর জন্য রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ টপকে গিয়েছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই বছর প্রায় ১২.৩ লাখ ছাত্রছাত্রী পরীক্ষায় বসবেন। এহেন পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে কড়াকড়ি আরও বাড়াতে চলেছে ন্যাশানাল টেস্টিং এজেন্সি। জানানো হয়েছে, পরীক্ষার পবিত্রতা এবং কড়া পরিশ্রম করা পড়ুয়াদের প্রতি ন্যায়বিচার করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ABC Card! কীভাবে করবেন? ঝটপট দেখে নিন সেই পদ্ধতি

বাড়ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চেকিংয়ের পরিমাণ : (Checking Rules in JEE MAIN)

আসন্ন JEE Main পরীক্ষায় কড়াকড়ি বাড়ানো নিয়ে NTA-এর ডিরেক্টর জেনারেল বলেন, ‘ক্রমাগত আরও কীভাবে উন্নতি করা যায় আমাদের নজর সেদিকে রয়েছে। অত্যাধুনিক উপায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হওয়ায় অন্যান্য দিকে আমরা নজর দিতে পারছি। পরীক্ষায় সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রস্তুতি আরও জোরদার করছি’।

NTA ডিরেক্টর জেনারেলের সংযোজন, ‘পরীক্ষা হলে ঢোকার সময় পরীক্ষার্থীর বায়োমেট্রিক চেক হবে এবং শরীর হাতড়ে দেখা হবে। এরপর টয়লেট ব্রেকের পর ফের বায়োমেট্রিক পরীক্ষা এবং শরীর হাতরে চেক করা হবে। পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষক ও অন্যান্য আধিকারিকদেরও বায়োমেট্রিক পরীক্ষা এবং শরীর হাতড়ে দেখা হবে’।

আরও পড়ুনঃ বিনামূল্যে পরীক্ষা প্রস্তুতি সাথে মিলবে ৩৬০০ টাকা, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

প্রসঙ্গত, এই বছর ২৪ জানুয়ারি-১ ফেব্রুয়ারির মধ্যে JEE Main অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফলাফল। এরপর এপ্রিল মাসে ফের এক দফায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারি-২ মার্চ অবধি এর রেজিস্ট্রেশন হবে। এই দফার পরীক্ষা হবে আগামী ১ এপ্রিল-১৫ এপ্রিলের মধ্যে। ফলাফল প্রকাশিত হবে ২৫ এপ্রিল।

Leave a Comment