১২ পাশ করেই নার্স হওয়ার সুযোগ! দেখে নিন সিলেবাস, দিনক্ষণ সহ JENPAS পরীক্ষার খুঁটিনাটি

যে সকল পড়ুয়ার নার্সিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে তাঁদের জন্য JENPAS পরীক্ষাটি (JENPAS Exam) বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই পরীক্ষার ওপর ভিত্তি করেই পড়ুয়ারা সরকারি কলেজে পড়াশোনা করার সুযোগ পায় এবং পড়াশোনা শেষে নার্স (Nurse) হতে পারেন। বলে রাখি, বিজ্ঞানের পাশাপাশি কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারাও এই পরীক্ষায় বসতে পারেন। আজকের প্রতিবেদনে JENPAS পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরা হল।

JENPAS (UG) Exam WBJEE

সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নার্সিং সহ প্যারামেডিক্যাল কোর্সে স্নাতক স্তরের কোর্সে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষা হল JENPAS তথা Joint Entrance Test for Nursing Paramedical and Allied Science. ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের (West Bengal Joint Entrance Examination Board) তরফ থেকে রাজ্য জুড়ে এই পরীক্ষাটি পরিচালনা করা হয়। এই কোর্সের মাধ্যমে পড়ুয়ারা ব্যাচেলর অফ নার্সিং, বিএসসি ইন ক্রিটিকাল কেয়ার টেকনোলজি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি সহ মোট ১০টি বিষয়ে পড়াশোনা করার সুযোগ পাবে।

Government and Private Scholarships Avaiable for Indian Students of Class X and XII

কোর্সের নাম কোর্সের পুরো নাম
B.Sc.Nursing Bachelor of Nursing
B.P.T Bachelor of Physiotherapy
B.M.L.T Bachelor of Medical Laboratory Technology
B.Sc.CCT B.Sc. in Critical Care Technology
B.Sc.OTT B.Sc. in Operation Theatre Technology
B.Sc.PT B.Sc. in Perfusion Technolgy
B.Sc.PA B.Sc. in Physician Assistant
B.V.S.O B.Sc. in Vision Sciences and Optometry
B.H.A Bachelor in Hospital Administration

শিক্ষাগত যোগ্যতা (JENPAS (UG) Exam Eligibility)

JENPAS (UG) পরীক্ষায় বসার জন্য আগ্রহী পড়ুয়াদের উচ্চমাধ্যমিক কিংবা সমত্যল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। বিজ্ঞান, কলা, বাণিজ্য সব বিভাগের পড়ুয়ারা এই পরীক্ষায় বসতে পারবেন। এছাড়া এই পরীক্ষায় বসতে হলে সাধারণ শ্রেণীর ছাত্রছাত্রীদের ৪৫% এবং সংরক্ষিত শ্রেণীর ছাত্রছাত্রীদের ৪০% নম্বর থাকতে হবে। এছাড়া নার্সিং সহ BMLT, PT, BPT কোর্সগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক পড়ুয়ার উচ্চমাধ্যমিকে ইংরেজি, জীববিদ্যা, রসায়নবিদ্যা এবং পদার্থবিদ্যা থাকতে হবে।

আরও পড়ুনঃ প্রতিবছর ৬০০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ঘোষণায় আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

বয়সসীমা (JENPAS (UG) Exam Age Requirement)

JENPAS পরীক্ষায় আবেদনের জন্য আবেদনকারীর নূন্যতম বয়স ১৭ বছর হতে হবে। নার্সিং কোর্সের ক্ষেত্রে আবেদনের ঊর্ধ্বসীমা হল ৩৫ বছর। BMLT, PT সহ অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হল ৪০ বছর। কেবলমাত্র BPT কোর্সে আবেদনের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমার কথা উল্লেখ করা হয়নি।

পরীক্ষায় বিষয় (JENPAS (UG) Exam Subjects)

JENPAS (UG) পরীক্ষা মূলত এমসিকিউ প্রশ্নের ভিত্তিতে হয় এবং পড়ুয়াদের ওএমআর শিটে নিজের উত্তর দিতে হবে। বিষয়ভিত্তিক দু’টি পেপারে ভাগ করা হয়েছে, যথা- পেপার ১ এবং পেপার ২।

পেপার ১

নার্সিং, BOTT, BMLT, BPT বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী ছাত্রছাত্রীরা পেপার ওয়ানের পরীক্ষায় বসবে। এই পরীক্ষায় মূলত ইংরেজি, পদার্থবিদ্যা, জীববিদ্যা, লজিক্যাল রিজনিং এবং রসায়নবিদ্যার ওপর ভিত্তি করে প্রশ্ন করা হয়। এই পরীক্ষা কেবলমাত্র বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা দিতে পারবে।

পেপার ২

BHA কোর্সের ওপর নির্ভর করে এই পেপার ২ পরীক্ষা নেওয়া হয়। এই পেপারের ক্ষেত্রে মূলত ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিংয়ের ওপর ভিত্তি করে প্রশ্ন করা হয়। এই পেপারের পরীক্ষায় বিজ্ঞানের পাশাপাশি বাণিজ্য এবং কলা বিভাগের ছাত্রছাত্রীরা বসতে পারবেন। অর্থাৎ বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা পেপার ১ এবং ২ দু’টি পরীক্ষাতেই বসতে পারবেন।

আরও পড়ুনঃ নিয়ম না মানলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা! কোচিং সেন্টার নিয়ে ৫ নিয়ম জারি করল কেন্দ্র

পরীক্ষার সিলেবাস (JENPAS (UG) Exam Syllabus)

JENPAS (UG) পরীক্ষার পেপার ওয়ানের সব প্রশ্ন উচ্চমাধ্যমিক স্তর তথা একাদশ এবং দ্বাদশ শ্রেণি থেকে আসে। অন্যদিকে পেপার টুয়ের অঙ্ক এবং ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্ন মূলত দশম শ্রেণি থেকে করা হয়। অপরদিকে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলি দ্বাদশ শ্রেণি থেকে আসে।

নম্বর বিভাজনের পদ্ধতি (JENPAS (UG) Exam Number Division)

JENPAS (UG) পরীক্ষার প্রশ্নপত্রের দু’টি বিভাজন আছে। এর মধ্যে একটিতে নেগেটিভ মার্কিং আছে এবং দ্বিতীয়টিতে নেই। প্রথম ক্যাটাগরিতে সকল এমসিকিউ প্রশ্নের জন্য পড়ুয়াদের ১ নম্বর করে দেওয়া হবে। ভুল হলে -১/৪ পদ্ধতিতে কাটা যাবে। অপরদিকে দ্বিতীয় ক্যাটাগরিতে প্রত্যেকটি ঠিক প্রশ্নের জন্য পড়ুয়ারা ২ নম্বর করে পাবে। কোনও প্রকার নেগেটিভ মার্কিং এই পেপারে নেই।

নির্ধারিত সময় (JENPAS (UG) Exam Time)

JENPAS (UG) পরীক্ষার জন্য উভয় পেপারে ১ ঘণ্টা ৩০ মিনিট করে সময় নির্ধারিত করা হয়েছে।

JENPAS (UG) বুলেটিন ২০২৩: ক্লিক করুন

পরীক্ষার সম্ভাব্য দিনঃ ৩০-০৬-২০২৪। 

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment