বসতেই পারবে না মাধ্যমিক পরীক্ষায়! সকল পড়ুয়াদের ১০ তারিখের আগে করতে হবে এই কাজ

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024) শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি বছরের পরীক্ষা। এই মুহূর্তে প্রায় সকল পরীক্ষার্থী জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। এসবের মাঝেই একটি জরুরি নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হল, আগামী ১০ জানুয়ারি মধ্যে পড়ুয়ারা এই কাজটি না করলে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

চলতি বছর প্রায় ১২ লাখ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024) দেবেন। পর্ষদের তরফ থেকে পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরীক্ষা শুরু হতে মাস খানেকের কম সময় বাকি থাকলেও এখনও অনেক পড়ুয়া রেজিস্ট্রেশন (Madhyamik Exam Registration) করেননি। এবার তা নিয়েই একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষার্থী : Madhyamik Exam

Madhyamik Exam Guidelines by Board of Secondary Education

মাধ্যমিক শুরুর আগে হাতেগোনা কয়েকদিন বাকি থাকলেও অনেক পরীক্ষার্থী এখনও রেজিস্ট্রেশন করেননি। সেই জন্য এবার কড়া নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডের (Admit Card) রেজিস্ট্রেশন করার জন্য আগামী ১০ জানুয়ারি অবধি সময় রয়েছে। এই সময়কালের মধ্যে যে সকল পড়ুয়ারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে না, তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্দেশে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এর উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ কবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পাবে ছাত্রছাত্রীরা? দিনক্ষণ ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

এই কাজ না করলে বসা যাবে না মাধ্যমিকে!

প্রথমে গত ৩১-১২-২০২৩ অবধি অ্যাডমিটের রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিল পর্ষদ। তবে অনেক পড়ুয়া এই সময়কালের মধ্যে রেজিস্ট্রেশন করে উঠতে পারেননি। যে কারণে বিদ্যালয়গুলির তরফ থেকে সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়। সেই অনুজায়ী আগামী ১০ জানুয়ারি অবধি সময় দিয়েছে পর্ষদ।

তবে এই সময়সীমার মধ্যে কোনও পড়ুয়া যদি রেজিস্ট্রেশন না করায় তাহলে সে কিছুতেই অ্যাডমিট পাবে না। পাশাপাশি মাধ্যমিকেও বসতে পারবে না। শুক্রবার এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেন, ‘গাফিলতি এবং উদাসীনতার জন্য সময়সীমার মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি বহু বিদ্যালয়। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাই সময়সীমা বৃদ্ধি করা হল।

আরও পড়ুনঃ সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ABC Card! কীভাবে করবেন? ঝটপট দেখে নিন সেই পদ্ধতি

এরপরেও রেজিস্ট্রেশনের কাজ না হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না’। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ার জন্য কার্যত স্কুলগুলির দিকেই আঙুল তুলেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তবে একাধিক স্কুলের তরফ থেকে দাবি করা হয়, পড়ুয়াদের উদ্দেশে একাধিকবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁরা অ্যাডমিটের জন্য রেজিস্ট্রেশন করায়নি।

কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক? (Madhyamik Exam Starting Date)

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি অবধি। শোনা যাচ্ছে, আগামী ২২ জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করবে বিদ্যালয়গুলি। তবে যে সকল ছাত্র-ছাত্রীরা ১০ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে না তাঁরা অ্যাডমিট কার্ড পাবেন না।

অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক >>> অফিসিয়াল বিজ্ঞপ্তি লিঙ্ক 

Leave a Comment