মাধ্যমিকের খাতা দেখা নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের! পরীক্ষার্থীদের জন্য ভালো না খারাপ? জেনে নিন এখনই

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024) শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৪ মাধ্যমিক। তার আগে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সম্প্রতি যেমন পরীক্ষার খাতা দেখা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল বোর্ডের তরফ থেকে।

পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে মাধ্যমিককে (Madhyamik Pariksha) গণ্য করেন অনেকে। এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য পর্ষদের তরফ থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- পড়ুয়ারা কতটা লিখলে কত নম্বর পাবেন তা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়। তবে তা সত্ত্বেও মাধ্যমিকের খাতা ঠিকভাবে মূল্যায়ন (Answer Sheet Check) হচ্ছে না কিংবা শিক্ষক-শিক্ষিকারা ঠিকভাবে মূল্যায়ন করছেন না বা নম্বর গোনায় ভুল থাকছে! আসন্ন মাধ্যমিকে শুরুর আগে তাই খাতা দেখা সহ বেশ কয়েকটি বিষয়ের ওপর ফোকাস করে একটি মিটিং ডাকা হয় পর্ষদের (WBBSE) তরফ থেকে।

Exam Paper Checking

মাধ্যমিকের খাতা দেখা নিয়ে পর্ষদের জরুরি ঘোষণা!

জানা গিয়েছে, প্রায় ১৫০-রও বেশি শিক্ষকের মাধ্যমিকের (Madhyamik Pariksha) খাতা দেখায় ত্রুটি পাওয়া গিয়েছে। কোথাও দেখা গিয়েছে, শিক্ষক সঠিক নম্বরের বিভাজন জানেন না, কোথাও আবার অঙ্কের হিসেবে গরমিল হয়েছে! যে কারণে পড়ুয়াদের নম্বর কম আসছে। এরপর ফের মূল্যায়নের জন্য আবেদন করলে প্রাপ্ত নম্বরে সঙ্গে নতুন নম্বরের অনেকটা পার্থক্য দেখা যাচ্ছে। আর সেই জন্যই এবার খাতা দেখা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড (WBBSE)।

আরও পড়ুনঃ ট্যাবের টাকা পেতেই পড়াশোনায় ইতি? পড়ুয়াদের উচিত শিক্ষা দিতে কড়া পদক্ষেপ নিচ্ছে শিক্ষা দফতর!

মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, খাতা দেখার এই ভুলত্রুটি কমাতে প্রায় ১৫০ জন শিক্ষকের নাম মূল্যায়নের তালিকা থেকে সরানো হয়েছে। সেই লিস্টে প্রায় ৬০ জন শীর্ষ স্তরের পরিক্ষক আছেন বলে খবর। জানা গিয়েছে, তাঁদের পর্ষদের তরফ থেকে খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না।

মাধ্যমিক শুরুর আগে বিশেষ আপডেট!

এছাড়াও জানা গিয়েছে, চলতি বছর মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে রয়েছেন যে শিক্ষক-শিক্ষিকারা  তাঁদের পর্ষদের তরফ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশ্নপিছু কত নম্বর দেওয়া যেতে পারে, প্রশ্নের পার্থক্যের সঙ্গে নম্বরের সর্বোচ্চ কত পার্থক্য হতে পারে, এই বিষয়ে একটি বিশেষ বৈঠক আয়োজন হতে পারে বলে খবর। সেখানেই শিক্ষক-শিক্ষিকাদের এই বিষয়ে জানানো হবে।

আরও পড়ুনঃ উচ্চশিক্ষার পথে বাঁধা হবে না অর্থ, মোটা টাকার এই স্কলারশিপে আবেদন করলেই হবে মুশকিল আসান

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ‘প্রায় প্রত্যেক পরীক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়নের ক্ষেত্রে সর্বাধিক ২৫ শতাংশ নম্বরের কম-বেশি হচ্ছে। নম্বরের কেন এই বিস্তর ফারাক তা মধ্যশিক্ষা পর্ষদ খুটিয়ে দেখবে’। পাশাপাশি জানা গিয়েছে, প্রত্যেক বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে প্রশ্নপিছু সর্বোচ্চ কত নম্বর দেওয়া যায় তা নির্ধারণ করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সকল শিক্ষককে তা মেনে চলতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment