হটাৎই বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়! কটা থেকে শুরু পরীক্ষা? জানাল পর্ষদ-সংসদ

মাধ্যমিক পরীক্ষাকে (Madhyamik Pariksha) যে কোনও পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয়। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় প্রত্যেকেই ভালো ফলাফল করতে চান। এই মুহূর্তে যেমন জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam) পড়ুয়ারা। অন্যদিকে পরীক্ষা শুরুর কয়েক সপ্তাহ আগে সময় বদল করার কথা ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

চলতি বছরের মাধ্যমিক (Madhyamik Pariksha) এবং উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam) পরীক্ষা শুরু এবং শেষের দিনক্ষণ এক থাকলেও পরীক্ষা শুরুর সময় বদল দেওয়া হল। বৃহস্পতিবার তথা আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা ঘোষণা করা হয়। সময় বদলের কথা জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকেও।

মাধ্যমিক ২০২৪ এর নতুন টাইম টেবিল : Madhyamik 2024 Time Changed

Madhyamik Exam New Time Table

চলতি বছর মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল সকাল ১১:৪৫ মিনিট থেকে। তবে পরীক্ষা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে সময় বদলের কথা ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১১:৪৫ মিনিটের বদলে এবার সকাল ৯:৪৫ মিনিট থেকে মাধ্যমিক শুরু হবে। চলবে দুপুর ১টা অবধি।

বদলে গেল উচ্চমাধ্যমিক শুরুর সময়ও! (Higher Secondary Exam Time Change)

মাধ্যমিকের মতো চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত আগের বিবৃতিতে বলা হয়েছিল, চলতি বছর দুপুর ১২টা থেকে উচ্চমাধ্যমিক শুরু হবে। তবে বৃহস্পতিবার জানানো হয়, পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। দুপুর ১২টার বদলে এবার সকাল ৯:৪৫ মিনিটে উচ্চমাধ্যমিক শুরু হবে। চলবে দুপুর ১টা অবধি।

কেন বদল করা হল সময়?

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সময় বদলের কথা ঘোষণা করা হলেও এই সময় বদলের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার নবান্নে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠক হয়েছে। এরপরেই পরীক্ষার সময় বদলের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে খবর।

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি অবধি। অন্যদিকে উচ্চমাধ্যমিক শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৯ ফেব্রুয়ারি অবধি। দুই পরীক্ষার রুটিনে কোনও বদল হয়নি, শুধু পরীক্ষার সময় বদলানো হয়েছে।

Leave a Comment