শুরু থেকে শেষ ছুটিতে ভরপুর! জানুয়ারি মাসে কতদিন বন্ধ স্কুল-কলেজ? দেখুন তালিকা

নতুন বছর শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। কমবেশি প্রত্যেকেই এখন নিউ ইয়ারের কাউন্টডাউন করছেন। সেই সঙ্গেই স্কুল পড়ুয়ারা শীতের ছুটি কাটিয়ে ক্লাস শুরুর অপেক্ষা করে দিয়েছে। তবে জানুয়ারি (January) মাস থেকে ক্লাস শুরু হয়, তেমনই এই মাসে একগুচ্ছ ছুটিও (School Holiday) থাকে।

আগামী বছর জানুয়ারি মাসে বেশ অনেকগুলি দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে। নববর্ষ, পোঙ্গল, লোহরি, প্রজাতন্ত্র দিবস সহ একাধিক ছুটির দিন রয়েছে আগামী মাসে। তবে একথা ঠিক, স্কুল ছুটির তারিখ কিন্তু স্কুল বোর্ড এবং রাজ্য ভিত্তিক পরিবর্তিত হতে থাকে। তবু আজকের প্রতিবেদনে স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবকদের জন্য আগামী মাসে কোন কোন দিন ছুটি থাকতে তার একটা তালিকা (School Holiday List) তুলে ধরা হল।

জানুয়ারি মাসের স্কুল ছুটির তালিকা: January 2024 School Holiday List

জানুয়ারি মাসে স্কুল ছুটির তালিকা (School Holiday List Of January 2024)

১ জানুয়ারি, ২০২৪, সোমবার- বছর শুরু হয় এইদিনে। নববর্ষের দিনটা সারা বিশ্বজুড়ে ছুটি থাকে। অনেক মানুষ এই দিনে নতুন রেজোলিউশন নেন। সেই সঙ্গেই একটি নতুন শুরুও করেন অনেকে।

১৪ জানুয়ারি, ২০২৪, রবিবার- উত্তর ভারতের একটি ঐতিহ্যশালী উৎসব হল লোহরি। প্রত্যেক বছর এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। শীতের শেষকে লোহরির দিন চিহ্নিত করা হয়। ঐতিহ্যবাহী নৃত্য এবং আনন্দের সঙ্গে এই দিনটি কাটানো হয়।

আরও পড়ুনঃ অ্যাপ্লাই করলেই মিলবে কমপক্ষে ১০০০০! এখনই আবেদন করা যাবে এই স্কলারশিপগুলির জন্য

১৫ জানুয়ারি, ২০২৪, সোমবার- পোঙ্গল উৎসব মূলত ভারতের দক্ষিণ প্রান্ত তথা দক্ষিণ ভারতে উদযাপিত হয়। এটি ফসল কাটার উৎসব। সূর্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে এই উৎসবটি পালন করা হয়। এই উৎসবের সঙ্গে যে খাবার যুক্ত রয়েছে তার নাম হল পোঙ্গল।

১৭ জানুয়ারি, ২০২৪, বুধবার- গুরু গোবিন্দ সিং জয়ন্তী পড়েছে আগামী ১৭ জানুয়ারি, শিখ ধর্মের দশম গুরু হলেন গোবিন্দ সিং। তাঁর জন্মতিথিকে স্মরণ করে এদিন ভক্তরা শোভাযাত্রা, প্রার্থনা করে। সেই সঙ্গে গুরু গ্রন্থ সাহেব পাঠ করায় অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ দুয়ারে সরকারের ক্যাম্পেই কন্যাশ্রী প্রকল্পের আবেদন, মাসে ৬০০০ পেতে হলে জেনে নিন আবেদন পদ্ধতি

২৫ জানুয়ারি, ২০২৪, বৃহস্পতিবার- ইসলাম ধর্মের ইতিহাসের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন হজরত আলি। তাঁর জন্মদিন অনুরাগীদের দ্বারা পালন করা হয়।

২৬ জানুয়ারি, ২০২৪, প্রজাতন্ত্র দিবস- ভারতের ইতিহাসের একটি অত্যন্ত উল্লেখযোগ্য দিন হল ২৬ জানুয়ারি। সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে সম্মান জানানো জন্য স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস সব কিছু বন্ধ থাকে।

Leave a Comment