বিনামূল্যে পরীক্ষা প্রস্তুতি সাথে মিলবে ৩৬০০ টাকা, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

আপনি কি একাদশ কিংবা দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দফতরের তরফ থেকে একটি প্রস্তুতির আয়োজন করা হয়েছে। এর দ্বারা যে সকল শিক্ষার্থীরা নিট, জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষায় বসবেন ভাবছেন, তাঁদের বিনামূল্যে প্রস্তুতি (Free Pre Examination Training) করানো হবে। কীভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে? কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? সেই সকল তথ্য জানতে হলে এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বিনামূল্যে প্রস্তুতি (WB Govt Training for NEET/JEE/WBJEE)

প্রত্যেক বছর অগুনতি পড়ুয়ারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন। পদার্থবিদ্যা, গণিত, রসায়নবিদ্যা থেকে এখানে প্রশ্ন আসে। যেহেতু এই পরীক্ষায় প্রতিযোগিতা বেশি সেই জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়াটা ভীষণ জরুরি হয়ে ওঠে। তবে এমন অনেক ছাত্র-ছাত্রী আছেন যারা আর্থিক অনটনের কারণে এই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন না। এবার তাঁদের সাহায্যার্থে এগিয়ে এল রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ২০২৫ সালের NEET/JEE/WBJEE-এর ট্রেনিং করানো হবে।

WB Govt Training for NEET WBJEE

কারা বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স প্রি-ট্রেনিংয়ে নাম নথিভুক্ত করতে পারবে? (How to Register for JEE/NEET

Training by WB Government)

এই মুহূর্তে যে পড়ুয়ারা একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন তাঁরা এই প্রস্তুতির জন্য নাম লেখাতে পারবেন।

  1. তবে সংশ্লিষ্ট পড়ুয়াদের SC/ST বিভাগের হতে হবে।
  2. পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হতে হবে।

তবে মাধ্যমিক পরীক্ষায় SC ক্যাটাগরির পড়ুয়াদের ৬০% নম্বর এবং ST ক্যাটাগরির পড়ুয়াদের ৫০% নম্বর লাগবে। সেই সঙ্গে তাঁদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লাখ টাকার কম।

আরও পড়ুনঃ অ্যাপ্লাই করলেই মিলবে কমপক্ষে ১০০০০! এখনই আবেদন করা যাবে এই স্কলারশিপগুলির জন্য

কীভাবে জয়েন্ট এন্ট্রান্স প্রি-ট্রেনিং ক্লাস করানো হবে?

এই প্রকল্পে ইচ্ছুক প্রার্থীরা নাম নথিভুক্ত করার পর মেরিট লিস্টের ভিত্তিতে পড়ুয়াদের নির্বাচন করা হবে। এই প্রস্তুতির জন্য গোটা রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার আছে। প্রতিটি সেন্টারে আসন সংখ্যা ৫০। অর্থাৎ মোট ২০০০ জন পড়ুয়ার আসন আছে।

  1. নির্বাচিত পড়ুয়াদের প্রত্যেক শনি-রবি ৪ ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে।
  2. একাদশ এবং দ্বাদশ শ্রেণী- এই দুই বছর ফ্রি-তে প্রস্তুতি করানো হবে।
  3. বিশেষ ক্লাস এবং মক টেস্টের ব্যবস্থাও থাকবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রস্তুতি চলাকালীন পড়ুয়ারা প্রত্যেক মাসে ৩০০ টাকা করে বৃত্তি তথা স্টাইপেন্ড পাবেন। অর্থাৎ প্রত্যেক বছর তাঁরা ৩৬০০ টাকা পাবেন।

আরও পড়ুনঃ শুরু থেকে শেষ ছুটিতে ভরপুর! জানুয়ারি মাসে কতদিন বন্ধ স্কুল-কলেজ? দেখুন তালিকা

জয়েন্ট এন্ট্রান্স প্রি-ট্রেনিংয়ে আবেদন করার পদ্ধতি

এই প্রস্তুতির জন্য অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে।

  1. অনলাইনে আবেদন করতে হলে https://wbbcdev.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
  2. কোনও সমস্যা দেখা দিলে তাহলে ৯১২৩৯১৭৭৭৩ নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। কিংবা জেলার DWO অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে পারেন।

অনলাইনে আবেদন করার লিঙ্ক : আবেদনের ডিরেক্ট লিঙ্ক

অফলাইনে আবেদনের জন্য ফর্ম ডাউনলোড : ফর্ম ডাউনলোড করুন

আপনি যদি অফলাইনে আবেদন করার কথা ভেবে থাকেন তাহলে https://wbbcdev.gov.in সাইট থেকে আপনাকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে নিতে হবে। তবে মনে রাখবেন হাতে কিন্তু বেশি সময় নেই। গত ১৫ ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তাই তার আগে ফর্ম ফিলাপ করে জমে দিতে ভুলবেন না কিন্তু।

1 thought on “বিনামূল্যে পরীক্ষা প্রস্তুতি সাথে মিলবে ৩৬০০ টাকা, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন”

Leave a Comment