ভোটের আগে বিরাট চমক, তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর!

লোকসভা ভোটের আগে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারও ব্যতিক্রম নয়। সম্প্রতি যেমন পশ্চিমবঙ্গের তিনটি জেলায় নতুন মেডিক্যাল (WB New Medical College) কলেজ গঠন করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে আসীন হওয়ার পর থেকে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে বিশেষ নজরপাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটের আগে রাজ্যে তিনটি মেডিক্যাল কলেজ (Medical College) তৈরির কথা ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের পড়ুয়াদের মধ্যে যেমন সাড়া ফেলে দিয়েছে, তেমনই সাধারণ মানুষের মুখেও হাসি ফুটেছে। কারণ মেডিক্যাল কলেজ তৈরি হলে একদিকে রাজ্যের শিক্ষার্থীরা যেমন চিকিৎসা বিদ্যায় উচ্চশিক্ষার সুযোগ পাবে, তেমনই স্বাস্থ্য ব্যবস্থারও উন্নতি সাধন হবে।

Mamata Banerjee Announcement

পশ্চিমবঙ্গে নতুন তিন মেডিক্যাল কলেজ! (Three New Medical College in West Bengal)

পশ্চিমবঙ্গে তৈরি হতে চলা এই তিন মেডিক্যাল কলেজ শুধুমাত্র চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনায় নতুন সুযোগ তৈরি করবে না, সেই সঙ্গেই সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য পরিকাঠামোরও উন্নতিসাধন করবে। মেডিক্যাল কলেজের মাধ্যমে উন্নতি চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। ফলে উপকৃত হবে সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ এবার বছরে দুবার হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! নতুন নিয়ম কেন্দ্রের, এই বছর থেকেই হবে চালু

কোন কোন জেলায় তৈরি হবে তিন মেডিক্যাল কলেজ?

সম্প্রতি বীরভূমের একটি সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Medical College)। সেখান থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গেই জানিয়েছেন নতুন তিনটি মেডিক্যাল কলেজ তৈরির কথা। কোন কোন জেলায় তৈরি হবে সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জেলা শহর মেডিক্যাল কলেজের নাম
হুগলী আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
পূর্ব মেদিনীপুর তমলুক তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ
উত্তর ২৪ পরগণা বারাসাত বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

আরও পড়ুনঃ সুখবর! শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, এখুনি করুন অ্যাপ্লাই

এবার হুগলী, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগণায় নতুন তিনটি মেডিক্যাল কলেজ স্থাপন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মাধ্যমে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ এগোনো যাবে। সরকারের (Government of West Bengal) এই উদ্যোগের ফলে উপকৃত হবেন অগুনতি সাধারণ মানুষ।   

Leave a Comment