মাধ্যমিক শুরুর আগেই বদলে গেল এই ৫ নিয়ম! পরীক্ষায় বসার আগে অবশ্যই জেনে নিন

অনেকেই বলেন, ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক (Madhyamik Exam 2024)। প্রত্যেক পরীক্ষার্থীই চায় এই পরীক্ষায় ভালো ফলাফল করতে। চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। আর তার আগেই ৫টি নিয়মে বদল আনলো মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) ঘিরে কিছু না কিছু অভিযোগ উঠতে দেখা যায়। কখনও প্রশ্নপত্র ফাঁস, কখনও আবার টুকলির খবর সংবাদমাধ্যমের শিরোনামে স্থান করে নেয়। তাই এবার পরীক্ষা শুরুর আগেই ৫টি নিয়মে বদল আনা হল। চলতি বছর যাতে প্রত্যেকটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফ থেকে।

মাধ্যমিক পরীক্ষায় নিয়ম বদল : Madhyamik Exam Rule Change

মাধ্যমিক শুরুর আগে ৫ নিয়ম বদল করলো মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik Exam 2024 Rule Change)

মাধ্যমিক শুরু হওয়ার হাতেগোনা কয়েকদিন আগে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে কোন কোন নিয়মে পরিবর্তন আনা হল তা নিম্নে তুলে ধরা হল। চলুন তা দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ শিক্ষার পথে বাধা হবে না আর্থিক সমস্যা, ছাত্রছাত্রীদের জন্য বিশাল ঘোষণা রাজ্য সরকারের

  1. চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়ে যায় সেই জন্য বিশেষ কোড ব্যবহার করা হবে। এর ফলে যদি প্রশ্নপত্র বেরিয়েও যায় তাহলে কোথা থেকে তা বের হল তা সহজেই ধরে ফেলবে বোর্ড। সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশ্নপত্র থেকে শুরু করে উত্তরপত্র সব জায়গায় এমন ভিন্ন ভিন্ন কোড থাকবে।
  2. যে সকল বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল, সিসিটিভি ক্যামেরা নেই সেখানে কোনও মতেই মাধ্যমিকের সেন্টার দেওয়া যাবে না।
  3. সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। সেই কারণে চলতি বছর মাধ্যমিকে নিরাপত্তায় কোনও সিভিক ভলেন্টিয়ার প্রবেশ করতে পারবেন না।
  4. পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো থেকে শুরু করে পরীক্ষার্থীদের যাতে আর কোনও রকমের কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই জন্য আপতকালীন সহায়তা টিম বানানো হবে।
  5. মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে বহুসময় চতুর্থ শ্রেণির কর্মী কিংবা অ্যাটেনডেন্টদের কুরিয়ারের কাজ করতে দেখা যায়। তবে এই বছর তাঁদের ওপরেও কড়া নজর থাকবে।

আরও পড়ুনঃ একদশক পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! কি কি বদলাবে? বড় ঘোষণা শিক্ষা সংসদের

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাহান্টের তরফ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।

Leave a Comment